E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কলকাতাগামী বাসে ডাকাতি, আটক ২

২০১৫ মে ১৯ ২০:০৬:৫২
কলকাতাগামী বাসে ডাকাতি, আটক ২

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলায় বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ৭ হাজার ২শ’ মার্কিন ডলার, ২২ হাজার ভারতীয় রুপি ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ চার লাখ টাকা এবং ২৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাসের চালক ও তার সহকারীকে আটক করে। এর প্রতিবাদে মধুখালী রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এলোপাতাড়িভাবে বাস রেখে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বাস শ্রমিকরা।

মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, ২৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ স্ক্যানিয়া পরিবহনের একটি বাস রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পার হলে যাত্রীবেশি সাত ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুটে নেয়। ভোর সাড়ে ৪টার দিকে তারা ঢাকা-খুলনা মহসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি-পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের কাছে নেমে যায়। ডাকাতের কবলে পড়া সাধারণ যাত্রীদের অধিকাংশই কলকাতাগামী ছিল।

ডাকাতির শিকার যাত্রীরা জানান, ডাকাতরা তাদের কাছ থেকে ৭ হাজার ২শ’ মার্কিন ডলার, ২২ হাজার ভারতীয় রুপি ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় ৪ লাখ টাকা এবং ২৫টি মোবাইল ফোন নিয়ে যায়। সাধারণ যাত্রীদের অভিযোগ, ডাকাতির ঘটনায় বাসের চালক ও তার সহকারী জড়িত থাকতে পারে। কারণ ডাকাতির সময় তারা প্রতিরোধের কোনো চেষ্টাই করেননি।

রুহুল আমিন আরও জানান, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ পরিবহনের চালক আয়নাল হোসেন (৪০) ও তার সহকারী শাকিলকে (২৬) আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়।

এদিকে, বাসের চালক ও সহকারীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এলাপাতাড়ি বাস রেখে মহাসড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টা পর ফরিদপুর পুলিশ সদর সার্কেল এএসপি মো. আমিনুর রহমান ও ওসি রুহুল আমিনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

অভিযুক্ত বাস চালক আয়নাল হোসেন জানায়, রাত ৯টার পর বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হই। ফরিদপুর রাজবাড়ীর রাস্তার মোড়ে আসার পর পেছন থেকে যাত্রীবেশি সাত ডাকাত অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি শুরু করে।

(ওএস/অ/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test