E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সরকারীভাবে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

২০১৫ মে ২০ ১৭:০২:২২
নওগাঁয় সরকারীভাবে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর এলএসডিতে মিলারদের কাছ থেকে সরকারী ভাবে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ সদর আসনের এমপি মোঃ আব্দুল মালেক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মেসার্স আরাফাত গ্রেইন ইন্ডাষ্ট্রিজ এর স্বত্বাধিকারী মোঃ সারোয়ার আলম কাজল ২০ মেঃটন চাল সরবরাহ করেন।


এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুন কুমার প্রামানিক, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান বাবু, বাংলাদেশ অটো মেজর এ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির উপদেষ্টা নূরুল ইসলাম, সদর উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোতালেব হোসেন, সাধারন সম্পাদক মোতাহার হোসেন পলাশ প্রমুখ। নওগাঁ সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি হিসেবে মিলারদের কাছ থেকে ২৩ হাজার ৬৫৫ মেঃটন চাল ও ২২ টাকা কেজি হিসেবে কৃষকদের কাছ থেকে ৩৮৯ মেঃটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই ধান-চাল সংগ্রহ অভিযান চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(বিএম/এসসি/মে২০,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test