E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় অলৌকিক আগুন আতঙ্কে গ্রামবাসী

২০১৪ মে ১৬ ১৭:০৫:৫৫
নওগাঁয় অলৌকিক আগুন আতঙ্কে গ্রামবাসী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। কোন কিছুতেই বন্ধ হচ্ছে না এই ভুতুরে আগুন। সবাই যেন নির্বাক। কিভাবে হচ্ছে, কে করছে, এ যেন ধরা ছোঁয়ার বাইরে। এমন ঘটনায় সংশ্লিষ্ট পরিবারসহ গেটো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সরজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, ভূক্তভোগী পরিবারের নারী, পুরুষ, পুত্র, কন্যা সবাই যেন বাড়িঘর পাহাড়া দিয়ে রয়েছে। কখন কোথায় আগুন জ্বলে ওঠে তা নেভাতে সকলকে সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে। কয়েকটি পরিবারের বাড়ি ঘরে আর কোন কাপড়-চোপড় নেই বললেই চলে। বিছানা, সোফাসেটসহ সমস্ত কাপড়ের আংশিক কিংবা অর্ধেক পুড়ে গেছে। সেই কাপড়গুলি বাইরে আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখতে দেখা গেছে। যে কাপড়গুলো ভাল রয়েছে তা পুড়ে যাওয়ার ভয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। মহাদেবপুরের কালনা গ্রাম থেকে জামাই আইয়ুব হোসেন অগ্নিকাণ্ড দেখার উদ্দেশে শ্বশুর বাড়িতে এসে শার্ট খুলে ঘরে রেখে বাইরে আসার সংগে সংগে শার্টে আগুন জ্বলে পুড়ে যায়। পরিবারের সদস্যরা জানায়, বৃহষ্পতিবার কমপক্ষে ৩০ বার বিভিন্নস্থানে আগুন জ্বলে ওঠে বাড়ি-ঘরের বিভিন্ন স্থানে। এ প্রতিবেদক উপস্থিত থাকতেই মুকুলের ঘরের আলনায় রাখা শিশু সন্তানের কাঁথায় আগুন জ্বলে ওঠে। সংগে সংগে জ্বলে ওঠা আগুন ক্যামেরায় ধারন করা হয়। অলৌকিক অগ্নিকান্ডে যে কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে,তারা হলেন মো. সোহরাব হোসেন, মো. শাহানাজ, মো. মকুল হোসেন, সিদ্দিকুর রহমান এবং উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের এসও রোকুনুজ্জামান। তারা সকলে জানান, মাস তিনেক পূর্ব থেকে এ সমস্যা দেখা দেয়। গত কয়েকদিন থেকে এ সমস্যা জটিলতর হয়ে দেখা দিয়েছে।

ইতোপূর্বে ছুড়ে মারা ভাঙ্গা মূর্তির গায়ে যে লেখা ছিল ভয়, হাসি ও কান্না। সে আলোকে অদৃশ্য শক্তি কখনও কাঁদে, কখনও খিটখিট করে হাঁসে আবার কখনও কারো মুখের সামনে হাউ করে ওঠে ভয়ভীতি প্রদর্শন করে। কিন্তু কাউকে দেখা যায় না। সবকিছুই অদৃশ্য। বিষয়টি নিয়ে গ্রামবাসীসহ সকলে আতংকিত। ভুক্তভোগী পরিবারের সদস্যদের পরনের কোন কাপড় চোপড় নেই। তারা জানায়, যে সকল ইট পাটকেল ছুড়ে মারা হয়। তার গায়ে যে লেখা থাকে তা কাচা হাতে লেখা সাদা কাগজে হুমকি, ধামকী, ভয় ভীতির কথা লিখে ইটের গায়ে লাগানো থাকে। যে কথাগুলো লিখা থাকে তা দেখে ধারনা করা হয় এটা পারিবারিক দ্বন্দের জের। কেউ হয়তোবা কুফরী করে এসব চালনা করছে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সোবহান ও থানার ওসি মো. আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের সামনেও আগুন জ্বলে উঠে। ভূক্তভোগী পরিবারগুলো নওগাঁ জেলা প্রশাসকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
(বিএম/এএস/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test