E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলতাদিঘী জাতীয় উদ্যানে ৫টি মেছোবাঘ শাবকের জন্ম

২০১৫ মে ২১ ১৬:১৮:২০
আলতাদিঘী জাতীয় উদ্যানে ৫টি মেছোবাঘ শাবকের জন্ম

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে শালবন এলাকায় একটি মেছোবাঘ ৫টি শাবকের জন্ম দিয়েছে। বন বাগান সৃজনে ৩ বার প্রধানমন্ত্রীর ১ম পুরস্কার প্রাপ্ত বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক জানান, বৃহস্পতিবার বিকেলে মইশড় গ্রামের  আবু বক্কর সিদ্দিকের ছেলে নুক্তিয়ার রহমান শালবন সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় মেছোবাঘের শাবকগুলি শালবনের প্রান্তরে দেখতে পেয়ে তাকে খবর  দেয়। খবর পেয়ে বনবিট কর্মকর্তা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছান এবং উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে শাবকগুলির নিরাপত্তা ও তাদের বনের ভেতর যাওয়ার সুযোগ করে দেন।

দিনের বেলায় লোকজনের মাঝ থেকে মেছোবাঘ দম্পতি তাদের শাবকগুলিকে বনের ভেতরে নিয়ে যায়। শাবকগুলি এখন সুস্থ্যভাবে সংরক্ষিত শালবনে বিচরণ করছে বলে বনবিট কমকর্তা জানান। উল্লেখ্য, ২শ’ বছরের প্রাচীন এই শালবন বেষ্টিত ধামইরহাট আলতাদিঘীকে গত ৪ বছর আগে জাতীয় উদ্যান ঘোষনা করা হলে ওই বনে একজোড়া মেছোবাঘ অবমুক্ত করেন বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক।
এদিকে মেছোবাঘের ওই ৫টি শাবক দেখার জন্য ধামইরহাট উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে শত শত পর্যটক, দর্শনাথী আলতাদিঘী জাতীয় উদ্যানে ভিড় জমাচ্ছেন।
(বিএম/পিবি/মে ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test