E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ভূমিহীন পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্য হামলা

২০১৫ মে ২১ ১৬:৩৫:০৩
গোবিন্দগঞ্জে ভূমিহীন পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্য হামলা

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের মথুরাপুর চরপাড়া গ্রামের খাস জমিতে প্রায় ১৫ বছর যাবৎ বসবাসকারী ৪০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে বুধবার প্রভাবশালীদের সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালিয়ে  বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর, লুটপাট সহ  অগ্নি সংযোগে ভস্মিভূত করেছে। ভূমিহীন ওই ৪০টি পরিবারের শিশু, মহিলা, রৃদ্ধসহ  ২শতাধিক মানুষ  এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে।

জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের চরের খাস জমিতে আশ্রয় নেয়া ভূমিহীন পল্লীর বাসিন্দারা জানান, ৮বার করতোয়া নদী ভাঙ্গনে নিঃস্ব হওয়া ভূমিহীন ৪০ টি পরিবার নদীতে জেগে উঠা চরের ১ একর ৯৫ শতক সরকারি খাস জমিতে ঘর তুলে একটু মাথা গোজার ঠাঁই করে প্রায় ১৫ বছর যাবৎ বসবাস করে আসছে। ভূমিহীন এসব পরিবারের পুরুষ সদস্যরা অন্যের জমিতে দিন মজুরি সহ ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে রিকশা চালিয়ে আর মহিলারা অন্যের বাড়িতে কাজ করে অতিকষ্টে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল।
এলাকার ভূমিহীন মোঃ মজিল, তাইদুল, আবু জানায়, স্থানীয় বিত্তবান প্রভাবশালী ব্যক্তি যথাক্রমে হামেদ আলী, শরিয়তুল্যাহ, শমসের ও মৃত আকতারুজ্জামান ও তার লোকজন ভূয়া ভূমিহীন সেজে নদীর জেগে ওঠা চরে ১ একর ৯৫ শতাংশ জমি সুকৌসলে বন্দোবস্ত নেয়। এরপর থেকেই প্রভাবশালী ব্যক্তিরা তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ভূমিহীন পরিবারদের মাঝে মধ্যেই মহড়া দিয়ে উচ্ছেদের চেষ্টা চালায়। এসব ভূমিহীন পরিবাররা চরের খাস জমি ভূমিহীনদের নামে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকারের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জোর দাবিও জানায়। বুধবার বিকেলে হঠাৎ করে ওই প্রভাবশালী মহলের সশস্ত্র লোকজন ভূমিহীন পরিবারদের উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালিয়ে ঘরবাড়ি , আসবাবপত্র ভাংচুর লুটপাটসহ অগ্নি সংযোগ করে ব্যাপক তান্ডব চালায়। এতে ভূমিহীন ওই ৪০টি পরিবারের শিশু, মহিলা, রৃদ্ধসহ ২শতাধিক মানুষ গৃহহীন হয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে। ক্ষতিগ্রস্থ পরিবাররা প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ট বিচার সহ তাদের পূর্নবাসনের দাবি জানায়।
(এসডি/পিবি/মে ২১,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test