E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে সন্ত্রাসী কালা বাচ্চু আটক

২০১৫ মে ২২ ১৪:৩৮:২৬
যশোরে সন্ত্রাসী কালা বাচ্চু আটক

যশোর প্রতিনিধি : যশোরের দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজী মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চু (৪০) পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক হয়েছে। তাকে শুক্রবার ভোর ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া এলাকার একটি ঘের থেকে আটক করা হয় বলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। তবে বৃহস্পতিবার বাচ্চু আটক হয় বলে শহরে খবর ছড়িয়ে পড়ে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সল শুক্রবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের জানান, তাদের কাছে খবর ছিল ঝিকরগাছার কাউরিয়া গেটপাড়া এলাকায় একটি মাছের ঘেরে কালা বাচ্চু অস্ত্র বিক্রির জন্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে তিনি ও এএসপি শাহেদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে কালা বাচ্চুকে আটক করে।

ওই সময় তার কাছ থেকে একটি ম্যাগজিনসহ নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি, তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি এবং একটি পাইপগান ও চার রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

স্কোয়াড্রন লিডার জানান, কালা বাচ্চু একজন চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও খুনি। তার বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড এবং অস্ত্র ব্যবসায়ের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

তাকে অস্ত্র আইনের একটি মামলা রুজু করে ঝিকরগাছা থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব কমান্ডার।

কালা বাচ্চু ঝিকরগাছা শহরের কাউরিয়া এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। তিনি যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

এদিকে, কালা বাচ্চুকে শুক্রবার ভোরে আটকের কথা বলা হলেও বৃহস্পতিবারই তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কালা বাচ্চু আটকের খবর ছড়িয়ে পড়ে শহরে।

(জেকেএম/এএস/মে ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test