E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দা হাসপাতাল ঝটিকা পরিদর্শনে উপ-পরিচালক

অনুপস্থিত ৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

২০১৫ মে ২৩ ২১:৪৬:৪২
অনুপস্থিত ৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

নওগাঁ প্রতিনিধি : শনিবার ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ৯টা। হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড়। এ বিভাগে ৬ জন চিকিৎসকের দায়িত্ব পালনের রুটিন থাকলেও ছিলেন মাত্র ১ জন।

অনেক চিকিৎসক তখনও কর্মস্থলে উপস্থিত হননি। হয়নি ঝাঁড় দেয়ার কাজও। ঠিক এমনই সময় রাজশাহীর স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. গাজীউল আলম সারপ্রাইজ ভিজিটে উপস্থিত হন মান্দা হাসপাতালে। তিনি হাসপাতালের এই অব্যবস্থাপনা দেখে বিস্মিত হন।

স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে বসেই তলব করেন হাজিরা খাতা। জানাজানি হওয়ায় তোলপাড় শুরু হয় হাসপাতাল চত্বরে। মোবাইল ফোনে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

হাজিরা খাতার শুধুমাত্র ডা. সাদিয়া আফরিনের স্বাক্ষর দেখেন ডেপুটি ডাইরেক্টর ডা. গাজীউল আলম। ১৭ জন চিকিৎসকের মধ্যে মাত্র একজনের স্বাক্ষর দেখে আরো হতবাক হন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ১৩ চিকিৎসকের স্বাক্ষরের ঘরে অনুপস্থিত লেখেন।

পরে তিনি হাসপাতালের জরুরী বিভাগসহ বহির্বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালের নোংরা পরিবেশ দেখে উপস্থিত লোকজনের সামনেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ অবস্থায় তাঁর উপস্থিতিতেই শুরু হয় ঝাঁড় দেয়ার কাজ।

ইতোমধ্যে ৯টা ৫০ মিনিটে কর্মস্থলে উপস্থিত হন চিকিৎসক সাকিব ইবনে মুজিব, অনীক মহুরী, ভাস্কর চন্দ্র মন্ডল ও মিজানুর রহমান রাজু। তারা দেরিতে আসার নানা অজুহাত দেখিয়ে ডেপুটি ডাইরেক্টরের নিকট 'সরি' বলেন।

কিন্তু ডা. জাহিদুল কবির, ডা. সঙ্গীতা মূখার্জী, ডা. মাহবুবা আক্তার রিপা, ডা. সাবরিনা সাফাত, ডা. রাশিক আলভি ও ডা. তানজিনা বিনতে মোসাদ্দেক উপস্থিত না থাকায় পরিদর্শন খাতায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করেন ডেপুটি ডাইরেক্টর। এদের মধ্যে ডা. সঙ্গীতা মূখার্জী ও ডা. মাহবুবা আক্তার রিপা ছুটির আবেদন ছাড়াই গত এক সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

ডেপুটি ডাইরেক্টর ডা. গাজীউল আলম পরিদর্শন খাতায় হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আগমন-প্রস্থানে অনিয়ম, অব্যবস্থাপনা, নোংরা পরিবেশসহ চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন।

(বিএম/পিএস/মে ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test