E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা-১ আসনের উপ নির্বাচনের উপকরণ বিতরণ শেষ, কাল ভোট

২০১৫ মে ২৯ ১৫:৪৯:৪৮
মাগুরা-১ আসনের উপ নির্বাচনের উপকরণ বিতরণ শেষ, কাল ভোট

মাগুরা প্রতিনিধি : আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে মাগুরা-১ আসনের উপ নির্বাচন। শুক্রবার দুপুরে ভোটের উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৪০টি ভোটকেন্দ্রে মধ্যে ১০৫টিকে ঝুকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।  শুক্রবার বেলা ১১টা থেকে জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের কাছে নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়েছে।

ইতিমধ্যে জেলার ১৪০টি ভোট কেন্দ্রে ভোটের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন সামগ্রী পৌঁছে গেছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এ আসনের ২টি উপজেলার মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৫ ভোটার ভোট দেবেন। গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার এম এস আকবরের মৃত্যুতে এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৪ প্রার্থী অংশ নিচ্ছেন।

এ প্রসঙ্গে মাগুরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আহম্মদ আলী জানান- ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪০জন প্রিজাইডিং অফিসার, ৭১১জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৪২২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আইন শৃংখলা রক্ষায় প্রায় ২২শ পুলিশ, ৪শ বিজিবি, ২শ র‌্যাবসহ বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচনের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টি ভ্রাম্যমাণ আদালত ও ২ টি জুডিশিয়াল আদালত পরিচালিত হবে। এ নির্বাচনে যে কোন ধরণের অনাকাংখিত ঘটনা এড়াতে কমিশন তৎপর রয়েছে। নির্বাচনে জালভোট ঠেকাতে প্রতি ঘন্টায় কেন্দ্র ভিত্তিক ভোট গ্রহণের তথ্য সংগ্রহ করা হবে।

(ডিসি/এএস/মে ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test