E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে একজনকে বাঁচাতে গিয়ে তিনজনের মৃত্যু

২০১৫ মে ৩১ ১৫:০৫:২৬
নারায়ণগঞ্জে একজনকে বাঁচাতে গিয়ে তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাকি মধ্যপাড়া এলাকায় আমগাছ থেকে এক কিশোর একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুজন সেপটিক ট্যাংকের ভেতরে নামলে এর ভেতরের গ্যাসের বিষক্রিয়ায় ও সেপটিক ট্যাংক ধসে পড়ে তিনজনেরই মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। রবিবার দুপুর দুইটার এ বিষক্রিয়া ও ধসে পড়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের মধ্যপাড়া এলাকাতে একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে এক কিশোর নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরো কয়েকজন ভেতরে নেমে পড়েন। কিন্তু ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ও সেপটিক ট্যাংকের কিছু অংশ ধসে পড়লে তিনজনের মৃত্যু ঘটে।

তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি।

(ওএস/এএস/মে ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test