E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শিক্ষক নিয়োগ

টাকা দিয়েও নিয়োগ পেলেন না অনাথ মুনিয়ারা

২০১৫ জুন ০১ ২০:০৪:৫৪
টাকা দিয়েও নিয়োগ পেলেন না অনাথ মুনিয়ারা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয়ে অগ্রীম টাকা নিয়েও শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় চরম হতাশায় ভুগছেন পিতৃ-মাতৃহীন মোছাঃ মুনিয়ারা। স্কুল কর্তৃপক্ষের এমন আচরনে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও ইংরেজী বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করার প্রেক্ষিতে উপজেলার পাত্রাবাড়ি গ্রামের মৃত রজেক আলীর কন্যা মোছাঃ মুনিয়ারা আবেদনপত্র দাখিল করেন। প্রায় ৬ মাস পূর্বে মুনিয়ারার অভিভাবক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা ছাড়া নিয়োগ প্রদান করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন।

এমতাবস্থায় মুনিয়ারার অভিভাবকের সঙ্গে প্রধান শিক্ষক মমতাজুর রহমান উক্ত নিয়োগ বাবদ ৬ লাখ ১০ হাজার টাকা চুক্তি করেন এবং নিয়োগের পূর্বেই মুনিয়ারার অভিভাবকেরা জমি-জমা বিক্রি করে ও বন্ধক রেখে পুরো টাকা প্রধান শিক্ষককে পরিশোধ করেন।

কিন্তু পরবর্তীতে অন্য প্রার্থী শামীমা আকতারের কাছ থেকে বেশী টাকা পাওয়ায় সাজানো নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ পরীক্ষা নিয়ে তাকেই মেধা তালিকায় উত্তীর্ণ করেন।

লিখিত অভিযোগে মুনিয়ারা জানান, গত ২৮ মে অনুষ্ঠিতব্য ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ডের পরীক্ষা ছিল সম্পূর্ন একটি সাজানো নাটক। এই নাটকীয়তার নেপথ্যের নায়ক হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যদের থেকে ১৫ লাখ টাকা নিয়ে অবৈধভাবে ২ জনকে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন। সেখানে মেধা তালিকার কোন মূল্যায়ন করা হয়নি।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মমতাজুর রহমান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সভাপতি ভাল বলতে পারবেন।

অপর দিকে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সামসুল আলমের কাছে জানতে চাইলে, তিনি বলেন প্রধান শিক্ষক ভাল বলতে পারবেন।

মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তবে এখন বিষয়টি সম্পূর্ণ ম্যানেজিং কমিটির ব্যাপার।

এদিকে এলাকাবাসীর চাপের মুখে শনিবার প্রধান শিক্ষক ও সভাপতি মুনিয়ারার কাছ থেকে নেয়া টাকা ফেরৎ দিয়েছেন। অসহায় ও এতিম মেয়েটির সাথে প্রতারনা করে নিয়োগ না দেয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

(বিএম/পিএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test