E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাল্টিমিডিয়া ক্লাসরুম এ্যাওয়ার্ড পাচ্ছে পঞ্চগড়

২০১৫ জুন ০১ ২১:৩৬:৫১
মাল্টিমিডিয়া ক্লাসরুম এ্যাওয়ার্ড পাচ্ছে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি : মাল্টিমিডিয়া ক্লাসরুম এ্যাওয়ার্ড -২০১৫ পাচ্ছে পঞ্চগড় জেলা। মাল্টিমিডিয়া ক্লাশরুমে পাঠদানে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় মিলছে এই স্বীকৃতি।

মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই এ্যাওয়ার্ড গ্রহণ করবেন ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় জেলার ২২১টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ল্যাপটপসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হয়। এ জেলায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়ার শতকরা হার ৯৩ ভাগ। মাল্টিমিডিয়ায় ক্লাস নেয়ায় শিক্ষার্থীদের মধ্যে পাঠ গ্রহণের আগ্রহ সৃষ্টির পাশাপাশি উপস্থিতির হারও বেড়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, সংশ্লিষ্টদের আন্তরিকতায় এ্যাওয়ার্ড অর্জনের সাফল্য এসেছে। এ সাফল্য ধরে রাখতে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা জীবন বর্মন জানান, প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও একজন শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারাই মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেন ও প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদেরকে ইন হাউজ প্রশিক্ষণ দেন।

(এসএবি/পিএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test