E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ভারতীয় পান আমদানির প্রতিবাদে মানববন্ধন

২০১৫ জুন ০৪ ১৮:১৯:৩২
গৌরনদীতে ভারতীয় পান আমদানির প্রতিবাদে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):ভারত থেকে এলসির মাধ্যমে পান আমদানির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঘন্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়কে পান ছিটিয়ে অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন শত শত পান চাষীরা।

সাধারণ পান চাষীদের ব্যানারে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ভারত থেকে পান আমদানি করায় দেশীয় পানের মূল্য কমে গেছে। উৎপাদন খরচের অর্ধেকও দাম না পাওয়ার ফলে হাজার-হাজার পান চাষীদের এখন পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের পান চাষীদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ভারতের পান আমদানি বন্ধের জন্য বক্তারা সরকারের কাছে জোড় দাবি করেন। অনুষ্ঠিত সমাবেশে পান চাষীদের সাথে একাত্বতা প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সমাবেশে সভাপতিত্ব করেন পান চাষী আল-আমিন হাওলাদার। একই দাবীতে মঙ্গলবার সকাল আটটায় মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ডে অনুরূপ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

(টিবি/এসসি/জুন০৪,২০১৫)






পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test