E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয়নগরে মাহফুজ হত্যার মূল আসামী ২

২০১৫ জুন ০৪ ২০:৫৫:৫৮
বিজয়নগরে মাহফুজ হত্যার মূল আসামী ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিজয়নগরের যোগাযোগ বিচ্ছিন প্রত্যন্ত অঞ্চল পত্ত্বন ইউনিয়নের আতকাপাড়ায় মাহফুজ (৫০) হত্যার প্রায় ৩ মাস চলমান হলেও প্রকৃত হত্যাকারী আসামী রফিক (৩৫) ও ছোটমনা (৩০)কে গ্রেফতার করেনি থানা পুলিশ।

এ দু’জনকে গ্রেফতার ও নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি দান করে ঘটনার সুষ্টু বিচারের দাবী করেছে এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পত্ত্বন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে ২০১৫ সালের ১২ মার্চ তারিখে দু’পক্ষের পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় মৃত আঃ আজিজের পুত্র মাহফুজ মিয়া প্রতিপক্ষের আঘাতে র্জজরিত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাবার পথে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় প্রকৃত আসামী রফিক ও ছোটমনার সাথে আরো ৭ জন নিরাপরাধ ব্যক্তিকে জড়িয়ে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা হয়। মামলাটি সুষ্টু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও অবঃ আর্মি কুদ্দুস মিয়া জানান, নারীঘটিত ও পূর্বশত্রুতার জের ধরে মাহফুজ মিয়া ও রফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে রফিক মিয়া ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মাহফুজকে ঢিল ছুড়লে সেই ইট মাহফুজের বুকের বামপার্শ্বে আঘাত করে।

স্থানীয় আতকাপাড়া জামে মসজিদে কর্মরত ঈমাম মোঃ আবদুল মতিন জানান, পূবের্র রেষারেষিতে রফিক মিয়া মাহফুজকে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই গরুর পানি খাওয়ার গামলার উপর মাহফুজ লুটিয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আমির আলী জানান, প্রকৃত হত্যাকারী রফিক ও ছোটমনা এ দু’জন। কিন্তু মামলায় ফাঁসানোর জন্য নিরাপরাধ গ্রামবাসীদের আসামী করা হয়। এদের তো কোন অপরাধ নেই।

পত্ত্বন ইউনিয়নের দফাদার গাজী মিয়া, চৌকিদার ধন মিয়া ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাহফুজ হত্যা মামলার প্রকৃত আসামী রফিক ও ছোটমনা এ দু’জন। অন্যান্য আসামীরা নিরাপরাধ।

গত ২ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি মোঃ শাহরিয়ারের নেতৃত্বে বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ আবদুর রব, অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ মেজবাহ্ উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহমান খান ওমর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকায় তদন্তের পর ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি মোঃ শাহরিয়ারের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ঘটনার তদন্ত চলমান।

(এএ/পিএস/জুন ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test