E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে আদালত পাড়ায় অগ্নিকাণ্ড, ২২ বছরের নথি পুড়ে ছাই

২০১৫ জুন ০৫ ১৭:১৭:১৭
বরিশালে আদালত পাড়ায় অগ্নিকাণ্ড, ২২ বছরের নথি পুড়ে ছাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর জজ কোর্ট চত্বরের বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বরিশাল ইউনিট অফিসে শুক্রবার দুপুর একটার দিকে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, কোর্ট কম্পাউন্ডের পুরানো দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ব্লাস্টের অফিস। শুক্রবার সরকারি ছুটির দিনে অফিসটি বন্ধ ছিলো। দুপুর একটার দিকে পাশ্ববর্তী লোকজন ভবনটি থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

তাৎক্ষনিক তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ব্লাস্টের জেলা প্রজেক্ট অফিসার সাইদা তালুকদার জানান, অগ্নিকান্ডে তাদের অফিসের চারটি কম্পিউটার ও আসবাবপত্রসহ ১৯৯৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত মামলার সকল নথিপত্র ভস্মিভূত হয়েছে।

(টিবি/এএস/জুন ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test