E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ফসলী জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ

২০১৫ জুন ০৫ ১৮:১২:২২
নওগাঁয় ফসলী জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের গুমারদহ গ্রামের সরকারি নকশার রাস্তা রেখে ব্যক্তি মালিকানা জমির ওপর জোর করে রাস্তা নির্মান করছেন ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে সেখানে।  

জানা গেছে, গুমারদহ থেকে বৈঠাখালী পর্যন্ত রাস্তায় মাটি কাটার কাজ করতে গিয়ে সরকারী নকশার রাস্তা বাদ দিয়ে অজ্ঞাত কারনে ব্যক্তি মালিকানার জমির ওপড় দিয়ে রাস্তা নির্মান করা হচ্ছে। শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর জোর করে ওই রাস্তা করছেন বলে অভিযোগ উঠেছে।

গুমারদহ গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র হামিদুল, মফিজ উদ্দিন প্রামানিকের পুত্র হুমায়ন কবির ও একই গ্রামের আলহাজ্ব রহমতুল্যা জানিয়েছেন, গুমারদহ থেকে বৈঠাখালী পর্যন্ত রাস্তায় মাটি কাটার কাজ করতে গিয়ে চেয়ারম্যান আব্দুল গফুর পাশেই সরকারি রাস্তা রেখে তাদের ফসলী জমির ওপড় দিয়ে জোড়পূর্বক রাস্তা নির্মান করছেন। জমির মালিকরা এই নির্মান কাজ বন্ধ করতে বললে চেয়ারম্যান তাদের বলেন, আমি এলাকার চেয়ারম্যান কোন দিক দিয়ে রাস্তা নির্মান করবো সেটা নিতান্তই আমার ব্যাপার।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে অনিয়মের বিষয় স্বীকার করে জানান, রাস্তা করছে তার প্রজেক্ট নাই, কোন ইউপি সদস্যদের সম্পৃক্ততা নাই, চেয়ারম্যান যা ইচ্ছে তাই করছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল গফুর নকশা বহির্ভুত রাস্তা নির্মাণের কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, ‘এটা এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ পেয়েছি, বরাদ্দকৃত টাকায় কাজ করছি। গুটি কয়েক লোক কাজের বিরোধিতা করছে, এতে কাজের কোন সমস্যা হবে না’।

(বিএম/এএস/জুন ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test