E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলসিন্দুর কন্যারা এবার ফাইনালে!

২০১৫ জুন ০৫ ১৯:৫৫:২৯
কলসিন্দুর কন্যারা এবার ফাইনালে!

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে আবারও ফাইনালে উঠেছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুটবল কন্যাদের গ্রামের ঘরে ঘরে আনন্দ উল্লাস। ৮জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সেমিফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যকার সেমিফাইনাল খেলায় বরিশাল বিভাগের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৬ গোলে হারিয়ে ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। খেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি প্রধান অতিথি হিসাবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রশাসনের পক্ষে ধোবাউড়া উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মিলন, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী শীল, সহকারী শিক্ষক মফিজ উদ্দিন মঞ্জু খেলোয়াড়দের পাশে আছেন। কলসিন্দুর কন্যা অধিনায়ক শামসুন নাহার, রোজিনা, ইতি, হাফসা, সিতা, পূর্নিমা, ফাতেমা, জানিরা মান্দা, আমেনা খাতুন, তানিয়া, হালিমা আক্তার খেলায় অংশ গ্রহণ করে। অধিনায়ক শামসুন নাহার, রোজিনা, ইতি আক্তার প্রত্যেকেই ২টি করে গোল করেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায়। খেলায় কলসিন্দুর কন্যা বনাম রংপুর পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়গন অংশ নিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করবেন।

এ বিদ্যালয়টি ২০১৩সালে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। ২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ান হন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

( একে/এসসি/জুন০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test