E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় দুবাই প্রবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার

২০১৫ জুন ০৮ ১৪:৫৮:৪৭
বড়লেখায় দুবাই প্রবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার

বড়লেখা প্রতিনিধি : বড়লেখার সুজানগরের দুবাই প্রবাসী বদরুল ইসলাম হাশিমপুর ও বড়থল গ্রামের প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কার করে এলাকায় সাধারণ মানুষের নজর কেড়েছেন।  উক্ত সংস্কার কাজে তিনি প্রায়  ১২ লক্ষ টাকা ব্যয় করেছেন বলে জানা গেছে। বর্ষা মৌসুমে রাস্তাগুলো পানির নিচে তলিয়ে থাকায় গ্রামের লোকজনকে নৌকায় চলাচল করতে হত। প্রবাসী বদরুল ইসলামের  বদান্যতায় দুই গ্রামের সহস্রাধিক মানুষ এখন বছর জুড়ে পায়ে হেটে চলাচল করতে পারবেন। শুধু রাস্তা সংস্কার নয় এলাকায় শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও সরব পদচারণা রয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী বদরুল ইসলামের আর্থিক অনুদানে উপজেলার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামের জামে মসজিদ থেকে গোরস্থান, আব্দুল আহাদের বাড়ী থেকে চিন্তাাপুর মসজিদের পার্শ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা মাটি ভরাট করে উঁচু করা হয়েছে। শুধু হাশিমপুর নয়, বড়থল গ্রামবাসীর সুবিধার্থে বদরুল ইসলাম নিজ অর্থায়নে গ্রামের রহিম বক্ত মুসার বাড়ী থেকে চুনু মিয়ার বাড়ী এবং বাদশা মিয়ার বাড়ী থেকে বড়থল জামে মসজিদ পর্যন্ত আরো দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। এতে ১২ লক্ষ টাকা ব্যয় করেছেন বলে জানা গেছে।
হাশিমপুর গ্রামের ছমর উদ্দিন, সাবেক ইউপি মেম্বার আব্দুস সহিদ, হাজী মইব আলী, হাফিজ আনোয়ার আলী, ফজলুল হক, বড়থল গ্রামের বিলাল আহমদ, জামাল উদ্দিন, আজিম উদ্দিন মাষ্টার, সারুক আহমদ, মাছুম আহমদ, আব্দুল হামিদ, ছায়েম আহমদ প্রমুখ জানান, ভাঙ্গাচোরা, অত্যন্ত সরু ও নিচু রাস্তাগুলোর কারণে গ্রামের লোকজনের দুর্ভোগের শেষ ছিল না। বর্ষায় রাস্তার উপর দিয়ে নৌকায় ঘর থেকে বের হতে হত। ছেলেমেয়েদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে যেত। গ্রামের ছেলে বদরুল ইসলাম তিন বছর আগে একবার এসব রাস্তা সংস্কার করেন। এবারও সংস্কার করে দেয়ায় এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে। তারা আরো জানান, শুধু রাস্তা সংস্কার নয় এলাকায় শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও সরব পদচারণা রয়েছে।
দুবাই প্রবাসী বদরুল ইসলাম মুঠোফোনে জানান, চাওয়া পাওয়ার উদ্দেশ্যে নয়, এলাকার ছেলে হিসেবে মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি রাস্তাাগুলো সংস্কার করেছেন। সমাজের সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করে যেতে চান।
মৃত্যুর মুখ থেকে ফেরে আসা তরুন সমাজসেবক বদরুল ইসলাম জানান, জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিনের প্রতিষ্ঠিত সুজানগর পাথারয়িা কলেজে আর্থিক অনুদান দিয়েছেন। এলাকায় শিশুদের মাঝে শিক্ষার প্রতিযোগিতা গড়ে তোলার জন্য তিনি প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের বৃত্তিপ্রদান করেন। এছাড়া বিভিন্ন সামজিক কর্মকান্ড , খেলাধুলা ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে। সমাজের সকলের সহযোগিতা পেলে সমাজের জন্য কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
উল্লেখ, বছর দুয়েক আগে সন্ত্রাসীরা বদরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে। যমে-মানুষে টানাটানিতে দীর্ঘদিন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থতা লাভ করেন।
(এলএস/পিবি/জুন ০৮,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test