E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা

২০১৫ জুন ০৯ ১৪:০৩:০৪
লোহাগড়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদালয়ের পরিচালনা পর্ষদের উদ্যোগে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকাল সাড়ে ৫টায় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের উন্মক্ত মঞ্চে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মুরাদ-উদ-দৌল্লা, আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুস ছালাম খান, রূপক মুখার্জি, মারুফ সামদানী, বিপ্লব রহমান, সেলিম জাহাঙ্গীর ও জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ সাহাদত হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ শরিফুল ইসলাম সরু, বদরুল আলম টিটু, আজম মৃধা, হিরু মোল্যা, সৈয়দ আব্দুস সবুর, ফাতেমা খানম, সাংবাদিক এস এম আলমগীর কবির, রেজাউল করিম, আবু আব্দুল্লাহ, আবু হায়াত দারাজ, শাহজাহান খান সাজু, ওবায়দুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সদ্য প্রকাশিত এসএসসি’র ফলাফলে ওই বিদ্যালয়টি নড়াইল জেলায় সাফল্যের শীর্ষে রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
(আরএম/পিবি/জুন ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test