E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বাগানের গাছ কেটেছে দুর্বৃত্তরা,আহত ৩

২০১৫ জুন ০৯ ১৭:২৭:৫৬
নওগাঁয় বাগানের গাছ কেটেছে দুর্বৃত্তরা,আহত ৩

নওগাঁ প্রতিনিধি :  পরিবেশের ভারসাম্য সুরক্ষায় যখন সারাদেশে গাছ লাগানো সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে, ঠিক তখনই নওগাঁ জেলার পত্নীতলায় দুর্বৃত্তরা বাগান মালিককে সন্ত্রাসী কায়দায় বাড়িতে আটকে রেখে একটি বাগানের ৪১টি আমগাছ অমানবিকভাবে কেটে তছনছ করে ফেলা হয়েছে।

দুর্বৃত্তরা সেই সঙ্গে ওই বাগানের প্রায় ১শ’টি ইউক্যালিপটাস, একটি নারিকেল গাছ এবং একটি লিচু গাছও কেটে ফেলেছে। সোমবার রাতে এমন বৃক্ষ নিধনের ঘটনায় প্রায় দেড় লাখ টাকার আমসহ সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই বাগান মালিকের। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন অমানবিক ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এসময় সন্ত্রাসীরা বাগান মালিকের বাবা, মা ও বোনকে পিটিয়ে আহত করেছে।
জানা গেছে, পত্নীতলা উপজেলার খড়াইল সরকারপাড়া মৌজায় আমানুল্লাহ সরকারের পুত্র শহিদুল ইসলাম সরকার আজ থেকে ১৫ বছর আগে বাড়ি সংলগ্ন প্রায় দেড় বিঘা জমির ওপর ওই আমবাগানটি গড়ে তোলেন। বর্তমানে প্রতি বছর ওই বাগান থেকে কমপক্ষে দেড় লাখ টাকার আম বিক্রি হয়ে থাকে।
সোমবার দিনগত রাত ৩টা থেকে ওই গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র আতাউর রহমান, লোকমান আলীর পুত্র মোঃ ইউসুফ ওরফে বাবু, মৃত ওয়াহেদ এর পুত্র সিরাজুল ইসলাম, মৃত কুদ্দুস সরকারের পুত্র আবু বক্কর ওরফে বাবু ও আব্দুস সালাম, আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম, মৃত সাইজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের খয়বর আলীর পুত্র আতাউর রহমানসহ প্রায় ৭০/৮০ জনের একটি সংঘবদ্ধ দল বাগান মালিক শহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে রেখে গাছ কাটতে শুরু করে। তারা বাড়ি থেকে বের হতে চাইলে লাঠি, হাঁসুয়া ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা তাদের বাধার সৃষ্টি করে।
এতে ওইসব সন্ত্রাসীদের বাধা দেয়ার চেষ্টা করলে শহিদুলের পিতা আমানুল্লাহ সরকার(৬৫), মা আবেদা বেগম(৪৫) এবং বোন মনিরা(১৬)কে মারপিট করে আহত করে। তাদের পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও দুর্বৃত্তরা আমানুল্লাহ সরকারের ভায়রা ফুল মোহাম্মদের বাড়িঘরও ভাংচুর করে।
উল্লেখিত প্রায় ৩ ঘন্টার মধ্যে তারা ওই বাগানের প্রায় ১৫ বছর বয়সের ৪১টি আমগাছ, একটি নারকেল গাছ ও একটি লিচু গাছ এবং অন্য একটি বাগানে প্রায় ১শ’টি ইউক্যালিপটাস গাছ কেটে খন্ড খন্ড করে মাটিতে লুটিয়ে দিয়েছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সাধারন মানুষ কেটে ফেলা গাছের সবগুলো আম লুটপাট করে নিয়ে যায়।
মঙ্গলবার সকাল ১০টায় পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুর রফিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত অমানিবক। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে কিন্তু এভাবে এত বড় বড় ফলজ গাছ কেটে ফেলা অত্যন্ত গর্হিত অন্যায় হয়েছে। মঙ্গলবার এব্যপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে।
(বিএম/পিবি/জুন ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test