E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মুন্ডা বিদ্রোহের মহানায়ক বিরশা মুন্ডার মৃত্যু বার্ষিকী পালন

২০১৫ জুন ০৯ ১৭:৩১:৪২
নওগাঁয় মুন্ডা বিদ্রোহের মহানায়ক বিরশা মুন্ডার মৃত্যু বার্ষিকী পালন

নওগাঁ প্রতিনিধি : ব্রিটিশ উপনিবেশ বিরোধী উলগুলান বা মুন্ডা বিদ্রোহের মহানায়ক বিরশা মুন্ডার ১১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী যুব পরিষদ এই সভার আয়োজন করে। অনুষ্ঠিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে বিরশা মুন্ডার জীবনী তুলে ধরেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের নওগাঁ জেলা সভাপতি মার্টিন মূর্মূ

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ভারত পাহান, উপদেষ্টা অধ্যাপক আতাউল হক সিদ্দীকী, ময়নুল হক মুকুল, জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী যুব পরিষদের সাধারন সম্পাদক নরেন পাহান, উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী, ফজলুল হক খান, আকরামূল ইসলাম, নিরঞ্জন পাহান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিরশা মুন্ডা ছিলেন অন্যায়ের প্রতিবাদকারী ও শোষণকারীদের বিরুদ্ধে এক বিদ্রোহ মহাশক্তি। প্রাকৃতিক বনভূমির ন্যায় বিচার ও আদিবাসী জনগনের অরন্যের অধিকার আন্দোলনের নেতা। তারা বলেন, বিরশা মুন্ডার দর্শন ও নীতি আজ পরিবেশবাদী আন্দোলনের ক্ষেত্রে বিশ্বব্যাপি এক গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক হিসেবে স্বীকৃত। সভায় আদিবাসী জনগোষ্ঠির নারী পুরুষ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
(বিএম/পিবি/জুন ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test