E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে গরু ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

২০১৫ জুন ১১ ১৭:০৮:৪৯
নওগাঁ সীমান্তে গরু ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার ভোরে নওগাঁর সাপাহার সীমান্তে শহিদুল ইসলাম (৩০) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার উদ্ধার করে পুলিশ। তাকে ভারতীয় বিএসএফ হত্যা করেছে বলে বিজিবি ও পুলিশ ধারনা করছে।

সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকার ২৩৭নং মেইন পিলারের ৩এস সাব-পিলার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শহিদুল উপজেলার কলমুডাঙ্গা চন্দেরঘাট এলাকার গরু ব্যবসায়ী মোস্তফার পুত্র। ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহিদুল বুধবার রাতে এক দল গরু ব্যবসায়ীর সঙ্গে চোরাই পথে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রশে করে। শেষরাতে গরু নিয়ে ফেরার পথে ভারতের আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা শহিদুলকে ধরে গলায় হাসুয়া দিয়ে জবাই করে তার লাশ ভারতের সীমান্ত রাস্তার একটি ব্রীজের অদুরে নোম্যান্স ল্যান্ডে ফেলে রেখে যায়। ভোরে এপারের লোকজন মাঠে গিয়ে শহিদুলের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্প ও থানায় সংবাদ দেয়।

খবর পেয়ে বিজিবি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রতিবাদে ভারতীয় আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে জোরালো প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে কলমুডাঙ্গা বিওপি কমান্ডার নায়ক সুবেদার আব্দুল আওয়াল খান জানিয়েছেন। বিজিবি ১৪ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল হাসান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(বিএম/এএস/জুন ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test