E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে তিন হেরোইনসেবীর জেল

২০১৫ জুন ১২ ১৬:০৩:৩১
সাপাহারে তিন হেরোইনসেবীর জেল

নওগাঁ  প্রতিনিধি : বৃহস্পতিবার দিনগত রাতে নওগাঁর সাপাহারে হেরোইন সেবনের অপরাধে তিন যুবককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা এই রায় প্রদান করেন।

থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নসিব সিনেমা হল সংলগ্ন গোড়াচাঁদপীর মার্কেটের একটি সাইকেল মেকানিকের দোকানের ভিতর থেকে হেরোইন সেবনরত অবস্থায় সদরের জয়পুর গ্রামের আলহাজ্ব মমতাজ উদ্দীনের পুত্র আজমির আলী (২৫), টিএ্যান্ডটি পাড়ার মৃত ফজলুর রহমানের পুত্র আলম (২৭), মাষ্টারপাড়ার রেজাউলের পুত্র শাহীন আলম (২৭) কে আটক করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার দপ্তরে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। শুক্রবার সকালে আটককৃতদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

(বিএম/এএস/জুন ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test