E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে চলছে মানব পাচার

২০১৫ জুন ১২ ১৭:১০:১৬
ফরিদপুরে চলছে মানব পাচার

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন স্থানে অগণিত মানুষ অবৈধভাবে বিদেশে পাচার চলছে।

  ইতোমধ্যে উপজেলার মাঝারদিয়া ইউনিয়ানের মাঝারদিয়া গ্রামের বতু মাতুব্বর এর ছেলে বাজির (২০) ও একই এলাকার-রহমানের ছেলে-লিটন মোল্যা (২৮), মুসারফের ছেলে খায়ের (২৫), বাবন মোল্যার ছেলে মারুফ(২৮) মাজেদ মোল্যার ছেলে জাহিদ(২০) ও নাজমুল (৩০) নামে ছয় ব্যাক্তি পাচার হয়েছে বলে জানাগেছে।

পাচার হওয়া-রাজীবের বাবা বতু মাতুব্বর বলেন, গত ৮ এপ্রিল সকালে আমার ছেলে এক পোষাকে বাড়ি থেকে বের হয়ে যায়। এক মাস পরে পাচার চক্র সোনাপুর ইউনিয়ানের বড়বাংরাইল গ্রামের মমিন সেখ এর ছেলে আরমান-ও রামকান্তপুর ইউনিয়ানের সোলডুবি গ্রামের রোকন মাতুব্বর ছেলে বাচ্চু মাতুব্বর এরা দুই দালাল মিলে প্রতিটি ছেলের কাছে ২লক্ষ ৫০ হাজার টাকা করে ৬ জন এর নিকট ১৫ লক্ষ টাকা দাবি করে।

আমার ছেলেকে ওরা গোপনে ডেকে নিয়ে পাচার করেছে। ১ মাস পর ২ লক্ষ ৫০ হাজার টাকা চায়। আমি ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েও কোন সন্ধান পাইনি আমার ছেলের। এ ব্যাপারে সালথা থানা অফিসার ইনচার্জ ডি এম বেলায়েত হোসেন বলেন, অত্র থানায় যারা পাচার হয়েছে। তারা বুঝে শুনে দালালদের সাথে গিয়াছে। একে পাচার বলা যায় না। এই থানার ৪ জন জেল হাজতে রয়েছে, বাকিদের ব্যবস্থাও আমরা নিব।


(এসডি/এসসি/জুন১২,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test