E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মালিক-শ্রমিকের সঙ্গে এসপির মতবিনিময়

২০১৫ জুন ১৪ ১৭:৫৮:২৭
নওগাঁয় মালিক-শ্রমিকের সঙ্গে এসপির মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি : আসন্ন রমজান উপলক্ষে মহাসড়কে কোন চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা, এমন ঘোষণাকে সামনে রেখে রবিবার বেলা ১১ টায় নওগাঁ জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম এক মতবিনিময় সভায় মিলিত হন।

পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওগাঁ জেলা থেকে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জেলা থেকে নওগাঁ জেলায় খাদ্যদ্রব্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস যাতে নিরাপদে চলাচল করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। নওগাঁ শহরে রাস্তার ওপরে যানবাহন রেখে যাতে যানজট সৃষ্টি না হয় সে ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

এছাড়া অনুষ্ঠানে নওগাঁ শহরকে যানজট মুক্ত করার ব্যাপারে কার্যকরী আলোচনা হয়। বিভিন্ন জেলা থেকে আগত চালকদের রাস্তা চিনতে সহায়তা করার জন্য রাস্তায় রোড সাইন দেয়ার বিষয়টি আলোচিত হয়। সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, মোঃ ইলিয়াছ তুহিন রেজা, মোঃ মোজাফ্ফর হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) মোঃ কফিল উদ্দিন। পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে জেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

(বিএম/এএস/জুন ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test