E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

২০১৫ জুন ১৫ ১৬:২২:১২
রাণীনগরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার ছোট যমুনা নদী থেকে সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধ ভাবে ড্রেজার ও শ্যালো মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে কতিপয় প্রভাবশালী বালু ব্যবসায়ী।

উপজেলার নগর ব্রিজ নামক স্থান ও তার আশেপাশের অংশ অবৈধ ভাবে রাত-দিন উত্তোলণ করা হচ্ছে বালু। ফলে কঠিন হুমকির মুখে পড়েছে নদীর দুই পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বিরতিহীন ভাবে এই সব এলাকা থেকে বালু উত্তোলন করে বিভিন্ন নির্মাণ কাজসহ ইটভাটিতে সরবরাহ করা হচ্ছে। তাদের খেয়াল খুশি মতো বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী স্থানীয় কৃষকদের কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে পড়ছে। বাধা দিতে গেলে ওইসব প্রভাবশালীরা তাদের মারপিটের হুমকীসহ থানা পুলিশের ভয় দেখে অবৈধ ভাবে বালু উত্তলনের কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসীরা।
জানাগেছে, নওগাঁ জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে গত ২৩ এপ্রিল ২০১৫ রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বালু মহাল ২২টি শর্ত সাপেক্ষে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের জন্য আশরাফ-ই-শিমন নামের এক ব্যক্তি ৪ লাখ ৫১ হাজার ৫০ টাকার বিনিময়ে ইজারা গ্রহন করে। তখন থেকেই সরকারি নীতিমালাকে উপেক্ষা করে বালু উত্তোলন করায় স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী নয়ন, জালাল সরদার, ছামছুর গং ও স্থানীয় নদীর তীরবর্তী কৃষকরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর মাত্র কয়েক দিনের ব্যবধানে ইজারাদারের সঙ্গে গোপন আতাঁত করে পুনরায় বালু উত্তোলন শুরু করে। এতে কৃষকদের নদী সংলগ্ন ফসলি জমি থেকে ব্যাপক হারে বালু উত্তোলন করায় নদীর স্বাভাবিক গতি বৈশিষ্টতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি নদীর তীর ভাঙ্গনের গতিও বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসি তাদের প্রতিবাদ করলে ওই ব্যবসায়ীদের হুমকী-ধামকিতে তারা এখন বড় অসহায়। তাদের সম্পত্তি রক্ষার জন্য দ্বিতীয় দফায় আবার এলাকাবাসির পক্ষে বাদি হয়ে সংসদ সদস্য ইসরাফিল আলম সহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন তারা।
রাণীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ইজারাদার ও গ্রামবাসির মধ্যে দু’দফা বৈঠক হলেও সঠিক সিদ্ধান্তে না পৌঁছার কারণে নগর গ্রামের কৃষকদের সঙ্গে ইজারাদার গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এঅবস্থায় বালু মহল থেকে বালু উত্তোলন কার্যক্রম চলতে থাকলে নদীর উত্তর পার্শ্বে থাকা যমুনা নদীর ওপর নির্মিত ব্রীজ, পশ্চিম পাশে বিশ্ব রোড এবং পূর্ব পাশে থাকা সড়ক বিভাগের নওগাঁ-আত্রাই আঞ্চলিক মহাসড়কটির ব্যাপক ক্ষতির আশংকা করছেন এলাকার সচেতন মহল ।
(বিএম/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test