E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীনগরে ওপেন হাউস ডে পালিত

২০১৫ জুন ১৫ ১৮:০৫:৫৫
রানীনগরে ওপেন হাউস ডে পালিত

নওগাঁ প্রতিনিধি :  সোমবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁর রাণীনগর থানায় পুলিশের ‘ওপেন হাউস ডে’ পালিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরীর সভাপতিত্বে ওপেন হাউজ ডে (মতবিনিময় সভা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, কানাই লাল সরকার, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান, রানীনগরের ওসি (তদন্ত) মোঃ আব্দুল্লাহিল জামান। অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ নিরোধ করার ব্যাপারে কার্যকরী আলোচনা হয়।

পুলিশ সুপার বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ, কথায় নয় এটি বাস্তবে প্রমাণ করতে হবে। গ্রামে গ্রামে কমিউনিটি পুলিশিংএর কার্যক্রম পৌছে দিতে হবে। সকল সমস্যার জন্য মানুষের থানায় আসার প্রয়োজন নেই। কমিউনিটি পুলিশিং সদস্য ও জনপ্রতিনিধি মিলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। মাদক যুব সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মাদকের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরিষার মধ্যে ভুত রেখে আমি মাদক মুক্ত করতে চাই না। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হল, তা অব্যাহত থাকবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে মাদক ও সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাবে। সকলের সহযোগিতা নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বাল্য বিবাহমুক্ত, নির্যাতনমুক্ত রাণীনগর গড়তে চাই।
(বিএম/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test