E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নারী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত

২০১৫ জুন ১৫ ১৮:১২:৩৪
নওগাঁয় নারী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডের লাভলী ইসলাম (হরিন) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উম্মে সালমা চামেলী (মোরগ) পেয়েছেন ১২ ভোট।

২নং ওয়ার্ডে মোরশেদা বেগম (মোরগ) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রদিদ্বন্দি পেয়েছেন, হাসনা হেনা বেগম (চাঁদ) ১০ ভোট। ৩নং ওয়ার্ডে নূরুন নাহার (চাঁদ) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আরজুমান আরা (মোরগ) পেয়েছেন, ৯ ভোট এবং ৪নং ওয়ার্ডে ফাতেমা বেগম (চাঁদ) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি দেওয়ান শাহিনা আকতার পেয়েছেন (মোরগ) ১৬ ভোট। সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ৩৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৪টি আসণে মোট ১০ জন নারী সহকারী রিটানিং অফিসার এবং সদর উপজেলা নির্বাচন অফিসার ইকবাল হোসেন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
অপরদিকে জেলার সাপাহার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১ নং আসনে দু’জন প্রতিদ্বন্দ্বী সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই আসনের কোন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। অপর দিকে ২ নং আসন থেকে সাহিদা বেগম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ভোট।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার তোজাম্মেল হক জানান, উপজেলার (সাপাহার সদর, তিলনা ও শিরন্টি) ইউনিয়ন নিয়ে সাপাহার-১ নং আসন। এই আসনে সাপাহার সদর হতে সদর ইউপি সদস্য ফাহিমা বেগম ও তিলনা ইউনিয়ন থেকে নাহার বানু প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২টায় গননা শেষে দু’জন প্রার্থী ৮টি করে সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই আসন হতে কোন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
(বিএম/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test