E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় অর্ধ লক্ষ টাকার গাছ কেটে নিলেন ইউপি সদস্য

২০১৫ জুন ১৫ ২১:৩৪:২১
বড়লেখায় অর্ধ লক্ষ টাকার গাছ কেটে নিলেন ইউপি সদস্য

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে মৌলভীবাজারের বড়লেখায় একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের একটি গাছ এক ইউপি সদস্য কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৪ জুন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন সেবুল সুজানগর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের প্রায় অর্ধ লক্ষ টাকার আকাশী জাতের বড় একটি গাছ কেটে বাড়িতে নিয়ে গেছেন।

এ সময় উক্ত কেন্দ্রের এম.এল.এস. এস লোকমান উদ্দিন বাধা প্রদান করলেও ইউপি সদস্য মকবুল হোসেন সেবুল সহযোগী নুর হোসেনকে সাথে নিয়ে গাছ কাটেন বলে জানা গেছে।

নিয়মানুযায়ী কোন প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে টেন্ডার করে গাছ কাটার নিয়ম রয়েছে। কিন্তু ঐ ইউপি সদস্য কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই জোরপূর্বক গাছটি কেটে নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর গত ১০ জুন ঐ কেন্দ্রের ইনচার্জ স্যাকমো মোঃ নজরুল ইসলাম ঘটনাটি লিখিতভাবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জানিয়েছেন।

এলাকাবাসীও মৌখিকভাবে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করেছেন।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ায় ইউপি সদস্য মকবুল হোসেন সেবুল আকাশী গাছের পরিবর্তে অন্য জাতের গাছের একটি টুকরো উপস্বাস্থ্য কেন্দ্রে রেখে দিয়েছেন বলে জানা গেছে।

সচেতন মহলের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে যে কোন ক্ষমতার বলে ঐ ইউপি সদস্য গাছটি কেটে নিলেন। এলাকাবাসী এব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এলএস/পিএস/জুন ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test