E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে গবাদি পশুর চিকিৎসা সেবার বেহাল দশা !

২০১৫ জুন ১৬ ১৫:৫৭:১৩
সাপাহারে গবাদি পশুর চিকিৎসা সেবার বেহাল দশা !

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার প্রাণী সম্পদ অফিসে (পশুহাসপাতাল) গবাদি পশুর চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। চিকিৎসা সেবার বদলে বানিজ্যিক ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা জোরদার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে এক কৃষকের একটি বাচ্চা গরু বিনা চিকিৎসায় হাসপাতাল চত্ত্বরে মারা যাওয়ায় ওই বিভাগের প্রতি এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

জানা গেছে, সোমবার উপজেলার শীতলডাঙ্গা গ্রামের বানী ইসরাইলের ৬ মাস বয়সের একটি গরুর বাছুর (বাচ্চা) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে বাছুরটিকে নিয়ে বিকেল ৫টা ২০মিনিটে সাপাহার উপজেলা প্রাণী সম্পদ অফিসে (পশু হাসপাতালে) নিয়ে আসে। হাসপাতাল চত্ত্বরে ঢুকে তিনি বাছুরটিকে বাঁচানোর জন্য চিকিৎসকদের খুঁজতে থাকে। এসময় তার ডাকাডাকিতে ভিতর থেকে একজন লোক বেরিয়ে এসে দরজা না খুলেই বলেন, ‘ডাক্তার কাল বেরিয়ে গেছেন। ডাক্তার এলে চিকিৎসা করা হবে’। তার বাছুরটির অবস্থা ভাল নয়, একটু দেখেন বলে বিনীত অনুরোধ করলেও তিনি হাসপাতালের দরজা খোলেননি বরং গরুর মালিকের কোন কথা না শুনেই তিনি পুনরায় ভিতরে চলে যান। ততক্ষণে কৃষকের বাছুরটি হাসপাতাল চত্ত্বরেই মারা যায়। মনের দুঃখে কৃষক মৃত গরুর বাছুরটি হাসপাতাল চত্ত্বরে রেখেই চলে যান। ঘটনা দেখে একাধিক কৃষক অভিযোগ করে বলেন, এখানে কোন কৃষক তার গবাদি পশুর চিকিৎসা করতে এলে চিকিৎসক কৃষকদের সঙ্গে সব সময় রুঢ় ব্যবহার করেন। তারা গবাদি পশুর মালিকদের সঙ্গে ভালভাবে কথা বার্তাও বলেন না। সরকারি ভাবে ওষুধ সরবরাহ নেই বলে সাফ জানিয়ে দেয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতোয়ার হোসেন কৃষকের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষকরা যখনই তাদের গবাদি পশু হাসপাতালে নিয়ে আসেন আমরা তখনই চিকিৎসা সেবা দিয়ে থাকি।
(বিএম/পিবি/জুন ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test