E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 বড়লেখায় ১ দিনের ব্যবধানে ২ আত্মহত্যা

২০১৫ জুন ১৬ ১৬:০৬:২৫
 বড়লেখায় ১ দিনের ব্যবধানে ২ আত্মহত্যা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় এক দিনের ব্যবধানে ২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।  শনিবার উপজেলার কেছরিগুল গ্রামের তানিয়া আক্তার (১৭) গলায় ফাঁস দিয়ে ও সোমবার বিওসি কেছরিগুল গ্রামের মাজেদা বেগম (১৬) বিষপানে আত্মহত্যা করেন। মাজেদা বিওসি কেছরিগুল গ্রামের মতুর্জ আলী ও তানিয়া আক্তার কেছরিগুল গ্রামের প্রবাসী ফইজ উদ্দিনের মেয়ে। এ দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং যথাক্রমে-৬/১৫ইং ও ৭/১৫ইং।

বড়লেখা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মতুর্জ আলীর মেয়ে মাজেদা বেগম ১৫ জুন সকালে নিজ ঘরে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত বড়লেখা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় পতিমধ্যে সে মারা যায়। তার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে আত্মহত্যা করেছে।
এদিকে এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রী তানিয়া আক্তার আত্মহত্যা করেছে। তানিয়া আক্তার নামের এ ছাত্রীটি কেছরিগুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১৩ জুন রাতে তানিয়া তার বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার সাড়া শব্দ না পেয়ে তাকে খোঁজতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থানীয়ভাবে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান এক দিনের ব্যবধানে ২টি আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এলএস/পিবি/জুন ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test