E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বালুমহাল ঘিরে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলা

২০১৫ জুন ১৬ ১৮:৪৬:২৯
নওগাঁয় বালুমহাল ঘিরে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর বালুমহাল ঘিরে চাঁদাবাজদের দফায় দফায় সন্ত্রাসী হামলা, মারপিট, ছিনতাই এবং লুটপাটের ঘটনায় মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা সদরের লিচু বাগান এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বালুমহাল ব্যবসায়ী গং-এর অন্যতম অংশীদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকারি ইজারা গ্রহণের ভিত্তিতে বৈধভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বালু উত্তোলন কার্যক্রম চলে আসছে তাদের ব্যবসায়ী অংশীদার গং। সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় বুড়াশিবতলা বালু পয়েন্টে চকহরিবল্লভ গ্রামের রাজু আহমেদ, সদরের কায়স্থপাড়ার সুমন, গোবিন্দপুর গ্রামের আঃ মান্নান, আহসান হাবিব, কাউসার আলী, আঃ সালাম, দুখু, টগর, মিনার ও মোহাইমেনুল ইসলাম দুলালসহ আরো ১০/১৫ জন বখাটে যুবক প্রতি মাসে ১ লাখ টাকা চাঁদার দাবিতে গত ১০ জুন রাতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ সময় ওই পয়েন্টের দায়িত্বরতদের মারপিট করে ভয়ভীতি দেখিয়ে ক্যাশ বাক্সে থাকা ৯৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে তাদের ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করায় তারা আবারো গত ১২ জুন ওই চাঁদার দাবীতে ইজারাদারের পার্টনার মাসুদুর রহমানের স্থানীয় বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী কার্যালয়ে যায়।

এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র দিয়ে মাসুদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার সময় মাসুদের অফিসের মূল্যবান কাগজপত্র বিনষ্ট এবং আসবাবপত্র ভাংচুর করে এবং সেখানে রক্ষিত ২ লাখ ৫০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়। এ খবর পেয়ে থানার এসআই শফি ও রতন রায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত মাসুদকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একের পর এক এই সন্ত্রাসী ঘটনা ঘটানোর পর হামলাকারীরা উল্টো আহত মাসুদসহ ১৫ জনকে আসামী করে গত ১৩ জুন থানায় মামলা দায়ের করে। এদিকে বেআইনী এসব ঘটনার নেপথ্যে একটি প্রভাবশালী মহলের মদদ থাকার কারনে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে সংবাদ সন্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়।

(বিএম/এএস/জুন ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test