E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় ২ স্ক্রাফ লাইটারেজ জাহাজের বিরুদ্ধে মামলা

২০১৫ জুন ১৭ ১৫:০৮:২৬
মংলায় ২ স্ক্রাফ লাইটারেজ জাহাজের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি  : সুন্দরবনে একের পর এক লাইটারেজ জাহাজ ডুবির পর এবার অভিযানে নেমেছে মংলা কোস্টগার্ড। বুধবার সকালে মংলা বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে কোস্টগার্ড নৌ পথে চলাচলের অনুমোদনহীন লক্কর-ঝক্কর মার্কা দুটি লাইটারেজ জাহাজের বিরুদ্ধে মামলা ও অপর একটি জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

নৌ পথে চলাচলের অনুমোদনহীন স্ক্রাফ হয়ে পড়া দু’টি লাইটারেজ জাহাজ হচ্ছে এমভি আইচগাতি ও এমভি তসিরউদ্দিন। জরিমানা করা হয়েছে অপর লক্কর-ঝক্কর মার্কা লাইটারেজ জাহাজ এমবি নূর-এ জারিফকে। নিরাপদ নৌ সপ্তাহ চলাকালে কোস্টগার্ড বুধবার সকালে মংলা পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থানরত নৌযানে তল্লাশি পরিচালনার সময় প্রথম শ্রেণীর ম্যাজিট্রেট ও মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক নৌ চলাচলের অনুমোদনহীন এসব স্ক্রাফ লাইটারেজ জাহাজের বিরুদ্ধে মামরা ও জরিমানা করেন।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা রাহাত উজ্জামান জানান, সুন্দরবনে নৌ- দুর্ঘটনা এড়াতে ও মংলা বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিক রাখতে এখন থেকে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(একে/পিবি/জুন ১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test