E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম , আটক ১

২০১৫ জুন ১৮ ১৩:৪৭:৩১
মাগুরায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম , আটক ১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় চাঁদার দাবিতে সংখ্যালঘু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় বৃহস্পতিবার সকালে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় জানান বুধবার বিকালে সদর উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত উলিনগর গ্রামের মুড়ি মিলের মালিক নীলকান্ত বিশ্বাসের প্রতিষ্ঠানে চাঁদা চাইতে যায় সদরের পারনান্দুয়ালী, বেলনগর ও বাগবাড়িয়া গ্রামে ৮/৯জন চিহ্নিত চাঁদাবাজ। এ সময় নীলকান্ত বিশ্বাস চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নীলকান্তকে যখম করে। এতে ওই মিলের অন্যান্য কর্মচারি ও এলাকাবাসি চাঁদাবাজদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। গণপিটুনিতে সাদ্দাম হোসেন (২৩) নামে এক চাঁদাবাজ আহত হয়। এ সময় সদরের বাগবাড়িয়া গ্রামের রহিম বিশ্বাসের ছেলে বদিয়ার রহমান একাধিক সন্ত্রাসীদের নিয়ে মটর সাইকেলে গিয়ে গণপিটুনিতে আহত সাদ্দামকে ছিনিয়ে নিয়ে আসে। সাদ্দামকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসি অভিযোগ করলে বৃহস্পতিবার সকালে পুলিশ সন্ত্রাসী বদিয়ার রহমানকে গ্রেফতার করে। মাগুরা সদর থানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারেও চেষ্টা চালানো হচ্ছে। এলাকায় শান্তি শৃংখলা রক্ষার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

উলিনগর এলাকার ব্যবসায়ী নিমাই কুমার, বিমল সরকার, তারিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান-সদরের রামনগর, উলি নগরসহ হিন্দু সম্প্রদায় অধ্যুষিত বেশ কয়েকটি গ্রামে পার্শ্ববর্তী বাগবাড়িয়া, পারনান্দুয়ালী, বেলনগর গ্রামের কতিপয় দুর্বৃত্ত প্রায়ই চাঁদাবাজি, মারপিটসহ নানা ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে । এদের অত্যাচারে নিরীহ সংখ্যালঘুরা সব সময় তটস্থ থাকেন। সন্ত্রাসীদের ভয়ে নীলকান্তকে কুপিয়ে যখম করার পরও মাগুরা সদর হাসপাতালে ভর্তি না করে ফরিদপুরের মধুখালিতে ভর্তি করতে হয়েছে। যে কোন সময় আবারো সন্ত্রাসী হামলার আশংকা করছে এলাকার লোকজন।

(ডিসি/পিবি/জুন ১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test