E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামীকে হত্যার দায়ে ঘাতক স্ত্রী আটক

২০১৫ জুন ১৮ ১৪:১০:১৫
স্বামীকে হত্যার দায়ে ঘাতক স্ত্রী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে স্বামীকে হত্যার পর প্রেমিককে সাথে নিয়ে স্ত্রী ওই লাশ মাটি চাপা দিয়ে রাখে। এরপর ওই লাশের উপরেই একটানা তিন মাস গোসল করেছেন ঘাতক স্ত্রী ফাতেমা বেগম (৪০)। এই হত্যাকান্ডের ৩ মাস পরে মোড়েলগঞ্জ থানা পুলিশ বুধবার মধ্য রাতে ঘাতক স্ত্রীকে আটকের পর তার দেয়া তথ্য মতে হতভাগ্য আলামীন শেখের (৫৫) গলিত লাশ মাটি খুড়ে উদ্ধার করা  হয়েছে। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের মৃত আইউব আলী শেখের ছেলে ও ৪ সন্তানের পিতা হতভাগ্য আলামীন শেখ সংসারের সচ্ছলতা আনতে পরিবার ফেলে রাজধানী ঢাকায় রিক্সা চালাতেন। গত ১৬ মার্চ রাতে তিনি বাড়িতে আসেন। ওই রাতেই স্ত্রীর হাতে খুন হন তিনি। স্বামীকে হত্যার পরে রাতেই ফাতেমা বেগম তার পরকীয়া প্রেমিক প্রতিবেশী শাহাজান শেখের (৫০) সহযোগিতায় লাশ গোসল খানায় মাটি চাপা দিয়ে রাখে। এ হত্যার ঘটনা যাতে কারো নজরে না আসে সে জন্য ওই গোসল খানায়ই নিয়মিত গোসল করতেন স্বামীর ঘাতক ফাতেমা বেগম। পুলিশকে ঘাতক ফাতেমা বেগম বলেন, তার স্বামী আলামীন শেখ ঢাকায় রিক্সা চালাতেন। ঘটনার দিন ১৬ মার্চ তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ওই রাতেই তার পরকীয়া নিয়ে উভয়ের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে স্ত্রী ফাতেমা ধারালো অস্ত্র দিয়ে (ছুরি) স্বামীর বুকে বসিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় ।
এদিকে নিহত ঢাকার কেরানিগঞ্জ থানায় গত ২ এপ্রিল স্ত্রীর হাতে নিহত আলামীনের ছেলে মোহাম্মদ আলী তার পিতা নিঁখোজ হয়েছে বলে দাবি করে একটি সাধারণ ডায়েরী করে।
মোড়েলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আলামীনের নিখোঁজের পর থেকে তার বাড়িতে ফাতেমা বেগমের প্রেমিক শাহাজান প্রকাশ্যে ঘন-ঘন আসা-যাওয়া শুরু করে দেয়। তখন আলামীনের নিখোজেঁর বিষয়টিকে ঘিরে সন্দেহ হয় এলাকাবাসির। তারা সন্দেহজনক এই বিষয়টি পুলিশ জানায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় নিখোঁজ আলামীনের বাড়ীতে। নিখোঁজ আলামীনের স্ত্রী ফাতেমা বেগমকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই ফাতেমা বেগম স্বামীকে হত্যার কথা স্বীকার করে ও স্বামীর লাশ গুম করে রাখার গোসল খানার স্থান দেখিয়ে দেয়। বাড়ির রান্না ঘরের পাশের ইট বিছানো ঘোসল খানার নিচে মাটি খুড়ে আলাআমীন শেখের চাপা দেয়া গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের জিঞ্জাসাবাদে ঘাতক ফাতেমা আরও জানায়, সে প্রতিবেশী প্রেমিক শাহাজানের সহযোগিতায় নিয়ে খুন করা স্বামীর লাশটি গোসল খানার নিচে মাটি চাপা দিয়ে রাখেন। এ হত্যার ঘটনা যাতে কারো নজরে না আসে সে জন্য ওই গোসলখানায়ই নিয়মিত গোসল করতেন স্বামীর ঘাতক ফাতেমা বেগম। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ঘাতক স্ত্রী পাতেমা ও তার প্রেমিক শাহাজান শেখের নাম উল্লেখসহ ৪জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
(একে/পিবি/জুন ১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test