E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময়

২০১৫ জুন ১৮ ২০:৩৫:২৫
নওগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ পুলিশ অফিস সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে শহরের ব্যবসায়ীদের সঙ্গে এসপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার জেলায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা দিয়ে বলেন, আমাদের পুলিশের মধ্যে যদি কেউ মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমান পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ ফৌজদারী আইনে মামলা রুজু করা হবে।

সভায় জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আসন্ন রমজান উপলক্ষে স্বর্ণের দোকানগুলোতে যাতে নির্বিঘেœ ব্যবসা করা যায়, তার জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানান। এছাড়া রিক্সা, সিএনজি চালকরা অনেক সময় যাত্রী নিয়ে কিছু দূর যাওয়ার পর গাড়ী অকেজো হওয়ার অজুহাতে গাড়ী থামিয়ে যাত্রীদের সর্বস্ব ছিনতাই করে নেয়। ঈদের দিন, ঈদের আগের ও পরের দিন শহরে ভটভটি ও বেপরোয়াভাবে মটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করার বিশেষভাবে অনুরোধ জানান।

পুলিশ সুপার উপস্থিত ব্যবসায়ীদের বক্তব্য মনযোগ দিয়ে শোনেন এবং এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য তাদের আশ্বাস দেন।

(বিএম/এসসি/জুন১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test