E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের একই পরিবারের ৪ জনকে অচেতন করে লুট

২০১৫ জুন ১৯ ১৪:৪৮:১৬
বাগেরহাটের একই পরিবারের ৪ জনকে অচেতন করে লুট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার পল্লীতে এক ঠিকাদারের পরিবারের ৪ জনকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার সেহেরীর সময় স্থানীরা অচেতন অবস্থায় সকলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনার পর সকালে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থ্যরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সহকারী ঠিকাদার আমজাদ আলী (৪৫), তার স্ত্রী সাহিদা বেগম (৩৪), মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী তন্নী (১৪), ছেলে সাকিব (১১)।

গৃহকর্তা আমজাদ আলীর শ্যালক স্থানীয় সুগন্ধী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো: শাহজাহান বলেন, সেহেরীর খাওয়ার সময় পাশের বাড়ির লোকজন ডাকতে গিয়ে দরজা খোলা পেয়ে দেখতে পায় সকলেই অচেতন। পরে স্বজনেরা এসে তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহত একজনের কাছ থেকে জানাযায়, দৃর্বৃত্তরা রান্না করা খাবারের সাথে চেতনাশক ঔষুধ মিশিয়ে রেখে ছিল। রাতের খাবার খাওয়ার পর সকলেই অচেতন হয়ে পড়ে। পরে গভীর রাতে ঘরের টিনের ভেড়া কেটে প্রবেশ করে স্বর্নলংকার ও নগদ অর্থসহ গুরুত্বপূর্ন মালামাল লুটে নেয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘনাস্থল পরিদর্শন করেছে। আহতরা সুস্থ্য হলে বা জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। তবে এঘটনায় জড়িতদের খুজেঁ বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


(একে/এসসি/জুন১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test