E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধূমপান বিরোধী আইনের প্রয়োগ জরুরি: ইনু

২০১৪ মে ১৮ ২০:২৯:০১
ধূমপান বিরোধী আইনের প্রয়োগ জরুরি: ইনু

স্টাফ রিপোর্টার : ধূমপান থেকে সবাইকে দূরে রাখতে ধূমপান বিরোধী আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি। প্রয়োজনে আইন মানতে কঠোর ব্যবস্থাও নিতে হবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ক্লীন এয়ার আয়োজিত ‘বাংলাদেশে তামাকের প্রভাব সংক্রান্ত জরিপ রিপোর্ট প্রকাশ’ উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুব দ্রুত ধূমপায়ীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত ১ বছরে মোট ধূমপায়ীর সংখ্যা ৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৯ শতাংশ। একই সঙ্গে কিশোর ও তরুণ ধূমপায়ীর সংখ্যা বেড়েছে প্রায় ছয় গুণ। এই সংখ্যা ১২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬৯ শতাংশ। আর ১৮ বছরের আগেই ধূমপান শুরু করেন এমন তরুণের সংখ্যা ৫৬ শতাংশ।

প্রশাসন ও জনগণের তথ্য জানার দুর্বলতার ফাঁকেই ধূমপায়ীর সংখ্যা বাড়ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর তামাক বিরোধী আইন সংস্কার করা হলেও আইনটির বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

তামাক বিরোধী আইন বাস্তবায়নের জন্য সবার মাঝে তথ্য ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে ধূমপায়ীর সংখ্যা কমানোর লক্ষ্যে উঁচু-নিচু সকল স্তরের সিগারেটের দাম বাড়াতে হবে।

তিনি বলেন, ধূমপানের কারণে শুধু আর্থিক খরচই হয় না। স্বাস্থ্য, পরিবেশ, মানসিক এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে।

ইনু বলেন, সিগারেটের দাম বাড়ালে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে অন্যদিকে ধূমপানে আগ্রহ হারাবে তরুণরা।

এ সময় চতুর্থ স্তরের সিগারেটের দাম দ্বিগুণ ও ১০ শলাকার সিগারেটের দাম ২৫ টাকা করার প্রস্তাব রাখেন মন্ত্রী।

সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধূমপান প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অরন্য আনোয়ার, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম খোকন, ইকবাল আহম্মেদ প্রমুখ।

(ওএস/এস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test