E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মৌসুমী ফল নিয়ে উদ্বিগ্ন ক্রেতারা

২০১৫ জুন ২০ ১২:৩৬:০৮
বাগেরহাটে মৌসুমী ফল নিয়ে উদ্বিগ্ন ক্রেতারা

বাগেরহাট প্রতিনিধি : আমরা কি খাচ্ছি, ফরমালিন ও কার্বাইড যুক্ত নাকি মুক্ত জানিনা, তারপরও ছেলে-মেয়েদের আবদার মেঠাতে জেনে না জেনে কিনতে হচ্ছে মৌসুমী ফল। এবার কোথাও চোখে পড়েনি ফরমালিনের অভিযান। এভাবে কথা বললেন আম ক্রেতা আব্দুল সালাম। এবার মৌসুমী ফল আম, জাম, কাঠাল লিচুসহ নানা প্রকার ফলের ভরা মৌসুমে চোখে পড়ার মত কোন অভিযান দেখা যায়নি। বাগেরহাটের এক সংবাদকর্মী জানালেন, ‘সপ্তাহ খানেক আগে একটি কাঁঠাল কিনে বাসায় নেয়া হয়।

পরে কাঠালটি ভাঙ্গলে নষ্ট পাওয়া যায় ও গন্ধ বের হতে লাগল। এর দুদিন পর আরেকটি কাঠাঁল কিনলে ঘটে একই অবস্থা, ধরে নিলাম ভাগ্য খারাপ’। এভাবে অনেক ক্রেতা আম ও কাঠাঁল কিনে বিপাকে পড়েছেন। বাগেরহাট বাজারের এক ফল বিক্রেতা না প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘ভাই ফল কিনে এনে বিক্রি করি। সচেতন ক্রেতাদের কাছে আমরাও অনেক সময় বিপাকে পড়ি। তবে আগের মত কোন ফরমালিন দেয়া হয় না। তবে কার্বাইড দিয়ে পাকানো হয় আম ও কাঁঠাল। আমাদের কিছু করার থাকে না’। সচেতনার অভাবে অনেক সহজ-সরল ক্রেতা ফরমালিন ও কার্বাইড যুক্ত ফল কিনে প্রতারিত হচ্ছেন। অনেকে পাঁকা কাঠাঁল কিনে বাড়িতে নিয়ে দেখছেন ভিতরে সাদা ও কাঁচা।
বাগেরহাট ক্যাবের সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ খোকা বলেন, ‘তবে গত বছর থেকে গণমাধ্যমে ফরমালিনের অধিক ব্যবহার ও এর কুফল সম্পর্কে ধারাবহিক প্রচার-প্রচারণার কারণে ক্রেতাদের মধ্যে সচেতনার সৃষ্টি হয়েছে। ক্যাবের পক্ষ থেকে আগামী সোমবার প্রশাসনের সহায়তায় ফলের ওপর অভিযান শুরু করবো’।
বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান বলেন, ‘মফস্বল শহরের বাজার গুলোতে বিভিন্ন এলাকা থেকে আম, কাঁঠালসহ নানা প্রকার মৌসুমী ফল আসে। তবে এসব বাজারের ব্যবসায়ীদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। আমাদের ছেলে-মেয়ের ফরমালিন বা কার্বাইড মিশানো ফল খাওয়ানো উচিত নয়’।
বাগেরহাট জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম বলেন,‘বাগেরহাট শহরসহ সকল উপজেলাতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আগের তুলনায় ব্যবসায়ীরা অনেক সচতেন হয়েছেন। মৌসুমী ফলে কার্বাইড পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হয়’।
(একে/পিবি/জুন ২০,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test