E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে আযান, ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

২০১৫ জুন ২০ ১৬:১৫:১৭
গৌরীপুরে আযান, ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে শুক্রবার মাসব্যাপি আযান, ক্বেরাত, হামদ-নাত প্রতিযোগিতায় শুরু হয়েছে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পির ব্যক্তিগত অর্থায়নে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। মানব কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি বলেন, শবে বরাতের রাতে যারা বাসে পেট্রোলবোমা মেরেছে আল্লাহ তাদের জাহান্নামের আগুনে পুড়াবে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সন্ত্রাস-চাঁদাবাজের স্থান গৌরীপুরে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, গৌরীপুরে সন্ত্রাস, চাঁদাবাজি যেন না হয় তার জন্য আমি সর্বোচ্চ নজর রেখেছি। এখানে ধর্ম যার যার উৎসব সবার। মুসলমানদের ঈদে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আর হিন্দুদের পূজায় মুসলমানসহ সবধর্মের মিলন ঘটে। সবাই একসাথে হয়ে দেশের উন্নয়নের লক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।
উপজেলা বড় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আতাহার আলী, কিল্লাবোকাইনগর ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামাবাদ মাদরাসার মৌলভী শিক্ষক মোঃ জৈন উদ্দিন, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন পাইলট বালিকার প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার, ইসলামাবাদ মাদরাসার অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিন, কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ডৌহাখলার কাজিম উদ্দিন, এমপি’র ব্যক্তিগত সহকারী সাহাবুল আলম প্রমুখ। উদ্বোধনী দিনে অংশ গ্রহণ করেন বড়ভাগের মোঃ শরিফুল ইসলাম, আর.কে উচ্চ বিদ্যালয়ের মোঃ রিয়াজুল কবীর, শেখ সাদেক আননুর, পাছারের আব্দুল্লাহ ইবনে জাবের, তামিম ইকবাল, গিধাউষার হাসনাত কবির কল্লোল, শামছুল আলম জুয়েল, আজহারুল ইসলাম, গিধাউষা খোদেজা খাতুন মাদরাসার মোঃ শাহীন মিয়া, শরীফুল ইসলাম, কিল্লাবোকাইনগরের মোঃ মারুফ হাসান মুহিম, মোঃ আঃ আজিম। ব্যতিক্রমী এ আয়োজনকে বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছে।
(এসআইএম/পিবি/জুন ২০,২০১৫

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test