E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়ামতপুরে ৮ গ্রাম আলোকিত হলো

২০১৫ জুন ২০ ১৯:৫৪:০৬
নিয়ামতপুরে ৮ গ্রাম আলোকিত হলো



নওগাঁ প্রতিনিধি :শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৮গ্রামের প্রায় ২০ হাজার মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠলো। ৮ গ্রামের ৩১৫টি মিটারের মাধ্যমে জ্বলে উঠলো বৈদ্যুতিক আলো। সরকারের উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার সুইচ টিপে ওইসব গ্রামের বাতি জ্বালালেন।:শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৮গ্রামের প্রায় ২০ হাজার মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠলো। ৮ গ্রামের ৩১৫টি মিটারের মাধ্যমে জ্বলে উঠলো বৈদ্যুতিক আলো। সরকারের উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার সুইচ টিপে ওইসব গ্রামের বাতি জ্বালালেন।

এ উপলক্ষ সাংশইল আদিবাসী স্কুল এ্যান্ড কলেজ মাঠে এবং খটখটি বাজারে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হকসহ দলীয় নেতা-কর্মী ও পল্লী বিদ্যুতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএম/এসসি/জুন২০,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test