E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

২০১৫ জুন ২১ ১২:৩১:২৪
মাগুরায় ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর সদরের শ্যামনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ইউপি সদস্য ইকরামুল হক টোকন (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরিবার চিকিৎসক ও পুলিশ তার মৃত্যুর সঠিক কারণ বলতে পারেন নি।

জানা গেছে, বিকালে হাট থেকে বাজার করে বাড়িতে যান ইউপি সদস্য ইকরামুল হক টোকন (৫০)। এরপর স্ত্রী শেলির সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পাশের কক্ষে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। প্রতিবেশীরা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, টোকনের মুখ ও গলায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মুখের কয়েক জায়গায় রক্ত দেখা গেছে। প্রাথমিকভাবে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে কেউই বলতে পারছেন না ।
শ্যামনগরের মৃত নাসির উদ্দিন মোল্যার ছেলে ইকরামুল হক টোকন মহম্মদপুর সদর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন। অবসরপাপ্ত সেনা সদস্য টোকনের স্ত্রী এক পুত্র ও কন্যা রয়েছে।
একাধিক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্ত্রী পুত্র ও কন্যা নিয়ে তিনি পারিবারিক অশান্তিতে ছিলেন। এসব নিয়ে তার স্ত্রীর সাথে দ্বন্দ্ব-কলহ লেগেই থাকত।’
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোকসেদুল মোমিন বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া তিনি মৃত্যুর কারণ বলতে পারবেন না। আত্নহত্যার বিষয়টি নিশ্চিত নন বলে তিনি জানান।’
টোকনের স্ত্রী শেলি তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে চাননি।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ তদন্ত করছে, এখনি কিছু বলা যাবে না বলে তিনি জানান।’
(ডিসি/পিবি/জুন ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test