E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উজিরপুরে বিষ মিশিয়ে ৩ জনকে হত্যার চেষ্টা

২০১৫ জুন ২১ ১৪:৫৩:৪১
উজিরপুরে বিষ মিশিয়ে ৩ জনকে হত্যার চেষ্টা

বরিশাল প্রতিনিধি : রহস্যজনকভাবে ঘরে চুরি যাওয়ায় মালামাল ফেরত পেতে ফকিরের রুটিপড়ায় বিষ মিশিয়ে তিন জনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় দু’জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি ও একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার দত্তেস্বর গ্রামে।

সরেজমিনে জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী জলিল বেপারীর বিবাহিতা মেয়ে পপি বেগম বিয়ের পর থেকে বাবার বাড়িতেই বসবাস করে আসছে। শুক্রবার (১২ জুন) রাতে রহস্যজনক ভাবে জলিল বেপারীর বসত ঘরে চুরি সংঘঠিত হয়। চোরেরা জলিল বেপারীর কন্যা পপি বেগমের নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে শনিবার ভোরে এলাকায় রটিয়ে দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চোর সনাক্তের জন্য ব্যবসায়ী জলিল বেপারী ১৫ জুন বিকালে ফকিরের রুটিপড়া এনে স্থানীয় প্রাইমারি স্কুলের মাঠে বসে উপস্থিত ৯০জনকে খাওয়ান। এসময় চোর সনাক্ত না হলেও রুটি খেয়ে ওইদিন রাতে স্থানীয় ইমাম সরদার, জহুরুল ইসলাম ও বহরকাঠী গ্রামের স্কুল ছাত্র হাসান মোল্লা গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষনিক তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ইমাম সরদার ও হাসান মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা রুটির সাথে বিষমেশানোর আলামত পান। দীর্ঘ সাতদিনের চিকিৎসা শেষে রবিবার সকালে বাড়িতে ফিরে ওই দিনই রুটি পড়ার সাথে বিষমিশেয়ে খাইয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইমাম সরদার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একইদিন শেবাচিমে চিকিৎসাধীন হাসান মোল্লার বাবা হাবিব মোল্লা বাদি হয়ে জলিল বেপারী ও তার অন্যান্য সহযোগীদের আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন।
দত্তেস্বর গ্রামের কাসেম সরদারের ছেলে ইমাম সরদার অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে প্রতিবেশী জলিল বেপারীর সাথে তার বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে তাকে ও তার ভাতিজা জহুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ফকিরের রুটিপড়ার সাথে বিষমিশিয়ে খাওয়ানো হয়েছে। যার একটি রুটি ভূলক্রমে স্কুল ছাত্র হাসান মোল্লাকে খাওয়ানো হয়। তিনি আরও অভিযোগ করেন, ফকিরের রুটিপড়া খাওয়ানোর সময় জলিল বেপারীকেও রুটি খাওয়ার জন্য বলা হলে তিনি কৌশলে রুটি না খেয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে।
গ্রামবাসীরা অভিযোগ করেন, স্থানীয় সেনেরহাট বাজারে দীর্ঘদিন থেকে মুদি ব্যবসা করে আসছেন জলিল বেপারী। সম্প্রতি সে প্রায় চার লাখ টাকার ঋণগ্রস্থ হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করার জন্য জলিল বেপারী তার নিজের মেয়ের নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে সাধুসাজতে রুটিপড়ার নাটক সাজিয়েছে। একই সুযোগে পূর্ব শত্রুতার জেরধরে রুটিতে বিষমিশিয়ে উল্লেখিতদের চোর বানানোসহ হত্যার চেষ্টা করে। অভিযোগ অস্বীকার করে জলিল বেপারী বলেন, কিভাবে যে কি হয়েছে, আমি নিজেও বলতে পারছিনা। উজিরপুর মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম বলেন, অভিযোগের তদন্ত চলছে।

(টিবি/পিবি/জুন ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test