E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তাল বঙ্গোপসাগর, মাছধরা ট্রলার ডুবি

২০১৫ জুন ২২ ২০:৫১:৪৯
উত্তাল বঙ্গোপসাগর, মাছধরা ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল সাগরে “এফবি মায়ের দোয়া” নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে ওই ট্রলারে থাকা মাঝিসহ ১৪ জন জেলে ২ ঘন্টা সাগরে ভেসে প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার সকাল ৯টায় কচিখালী ডিমের চর এলাকার অদূরে প্রচন্ড ঢেউয়ের কারণে মাছধরা ট্রলারটি ডুবে যায়।

পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকার মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘সাগরে প্রচন্ড রুলিং হচ্ছে। সকালে চরদুয়ানী এলাকায় “এফবি মায়ের দোয়া” নামের একটি মাছধরা ট্রলার প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ডুবে যায়। পরে তবে ওই ট্রলারে থাকা মিজান মাঝিসহ ১৪ জন জেলে দুই ঘন্টা সাগরে ভেসে থাকার পর অন্য মাছধরা ট্রলারের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি।’

এদিকে নিম্নচাপের কারণে রবিবার ভোর থেকে বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় থেকে থেকে কখনো মুষলধারে বৃষ্টি আবার কখনো ঝড়ো হাওয়া বইছে।

(একে/পিএস/জুন ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test