E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ লেগুনা যাত্রী নিহত

২০১৫ জুন ২৩ ০২:৩৪:৪৩
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ লেগুনা যাত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের পাগলা এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি লেগুনার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত সাত যাত্রী।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে পাগলার রসুলপুরের খাজার টেক নামক স্থানে একটি দিয়াশলাই তৈরির কারখানা সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

লাইনম্যান এবং কোনো বাধা না থাকায় ট্রেনের হর্ন বাজার শব্দেও তড়িঘড়ি ক্রসিংটি পার হতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় ১৬ যাত্রীবাহী লেগুনাটি। রেলের পাতে উঠে লেগুনাটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে মুহূর্তেই ছুটে এসে সেটিকে দুমড়ে-মুচড়ে দেয় দ্রুতগামী ট্রেন।

দুর্ঘটনার পর সেখানে দুই পুরুষ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে মৃত ঘোষণা করা হয় আরও এক শিশু, এক নারী ও এক পুরুষ যাত্রীকে। আর এখনও সাত যাত্রী রয়েছেন চিকিৎসাধীন। দুর্ঘটনায় লেগুনার যাত্রী ছাড়াও পার্শ্ববর্তী এক ফল বিক্রেতা আহত হয়েছেন।।

দুর্ঘটনাস্থল খাজার টেক ক্রসিংটিকে অবৈধ দাবি করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জগামী ট্রেনটি ওই অবৈধ ক্রসিংয়ে যাত্রীবাহী লেগুনাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতাবস্থায় আরও ১০ জনকে ‍ঢামেকে নিয়ে আসা হলে এখানে তিনজনের মৃত্যু হয়।


রেলওয়ে থানার ওসি দাবি করেন, খাজার টেক ক্রসিংটি অবৈধ। এ অবৈধ ক্রসিং দিয়ে লেগুনা ও এ ধরনের যানবাহন পার হয়। সোমবার রাতে অবৈধ ক্রসিংটি পার হতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছে লেগুনাটি।

আবদুল মজিদ বলেন, ক্রসিংটি রেলওয়ের নয়। এটা যারা করেছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া, অবৈধ ক্রসিং বন্ধেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খালেক শেখ নামে এক প্রত্যক্ষদর্শী ও আহতদের এক উদ্ধারকারী বলেন, এই ক্রসিংয়ে সবসময় একজন লাইনম্যান থাকেন। তবে তিনি রেলওয়ের নিয়োগপ্রাপ্ত নন, স্থানীয় ব্যক্তি। এই ক্রসিং দিয়ে যেসব গাড়ি পার হয়, সেসব গাড়ি থেকে বেতন-ভাতা তোলেন তিনি। দুর্ঘটনার সময় তিনি ক্রসিংয়ে ছিলেন না।



(ওএস/এসসি/জুন২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test