E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি

২০১৫ জুন ২৩ ১৭:১৪:১০
বামনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি

বরগুনা প্রতিনিধি : সারাদেশে উৎসব-আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও বরগুনা জেলার আওয়ামীলীগের ঘাটিঁ হিসেবে পরিচিত বামনা উপজেলায়  কোন রকম কর্মসূচী পালিত হয়নি । এ নিয়ে উপজেলার প্রবীন ও ত্যাগী আওয়ামী লীগ নেতা-কর্মী ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে ।

জানা যায়,সারা দেশের বিভাগীয় ও প্রতিটি জেলা-উপজেলায় এ দিনটিতে র‌্যালি ,দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতকা উত্তোলন,আলোচনা সভা এবং দলীয় কার্যালয়ে জাতির জনকের ভাষণ বাজানো হলেও বামনা উপজেলায় এই রকম কোন কর্মসূচী পালিত হয়নি ।

এ বিষয়ে বামনা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ওবায়দুল কবির বলেন, স্থানীয় সাংসদ ও আওয়ামীলীগ নেতাদের দূরত্ব , সভাপতি’র সার্বক্ষণিক ঢাকায় অবস্থানছাড়াও সাধারণ সম্পাদক বর্তমানে বিদেশে থাকায় দিবসটি পালিত হয়নি।

সভাপতি এড. হারুন অর রশিদ জানান, বামনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কোন কর্মসূচি পালন করা হয়নি। দলীয় নেতা কর্মীরা বিভিন্ন স্থানে থাকায় হয়তো এই সমস্যার সৃষ্টি হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠার মত একটি গুরুত্বপূর্ণ দিনে কোন কর্মসূচী পালিত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন ।


(এমএইচ/পিবি/জুন ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test