E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওসমানী হাসপাতালে নার্সের ওপর ইন্টার্নি চিকিৎসকদের হামলা

২০১৪ মে ১৯ ১২:৩৫:৩৪
ওসমানী হাসপাতালে নার্সের ওপর ইন্টার্নি চিকিৎসকদের হামলা

সিলেট প্রতিনিধি : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক সেবকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার রাত ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসপাতালের ৫নং ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক তোফায়েল আহমদ ও জনির সাথে সেবক প্রলয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই শিক্ষানবীশ চিকিৎসক প্রলয়কে মারধর করেন।এ ঘটনার জের ধরে সোমবার সকালে আবারও হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হচ্ছেন ইন্টার্ন ডাক্তার ও নার্সরা। এ মুহূর্তে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ১টায় ওসমানী হাসপাতাল থেকে ফোন পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠানো হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক তন্ময় ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রলয়কে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে ।

(ওএস/জেএ/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test