E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে ওরা বদলী হবেন !

২০১৫ জুন ২৫ ১৭:২১:০০
অবশেষে ওরা বদলী হবেন !

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : অবশেষে কলাপাড়া হাসপাতালে ছয় বছরের অধিক সময়কাল চাকুরি করা কর্মচারীদের অন্যত্র বদলী, অফিস চলাকালীন ডাক্তারদের ভিজিট নেয়া বন্ধ এবং গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারদের দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ বিলকিস জাহান, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক ডা. লোকমান হাকিম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি বিপুল হাওলাদার, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
সভায় নার্সের স্বামী পরিচয়ে হাসপাতালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করায় কলাপাড়া হাসপাতালের এক নার্সকে ষ্টান্ডরিলিজের মাধ্যমে বদলী, হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অফিস চলাকালীন প্রবেশ বন্ধ এবং হাসপাতাল পরিস্কার পরিচ্ছনের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, কলাপাড়া হাসপাতালে জামায়াত সমর্থক দুই কর্মচারী দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে চাকুরী করায় তাদের দাপটে গোটা হাসপাতালের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। ডাক্তার বদলী বানিজ্য থেকে শুরু করে গোটা হাসপাতাল এখন তাদের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে। তাদের বদলীর সিদ্ধান্ত হওয়ার সংবাদ পেয়ে খুশি গোটা এলাকার মানুষ।
(এমআর/পিবি/জুন ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test