E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবহাওয়া বার্তা শুনতে পায় না বরগুনার জেলেরা !

২০১৫ জুন ২৫ ১৭:২৮:৫৬
আবহাওয়া বার্তা শুনতে পায় না বরগুনার জেলেরা !

বরগুনা প্রতিনিধি : বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সম্প্রচারিত সংবাদ, আবহাওয়া বার্তাসহ বিভিন্ন অনুষ্ঠান শুনতে পাচ্ছে না বরগুনা শ্রোতারা। এমনকি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা আবহাওয়ার পূর্বাভাস কিংবা বিপদ সংকেত শুনতে পায় না।

বাংলাদেশ বেতার বরিশালের প্রকৌশলে দায়িত্বে থাকা প্রকৌশল বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের এ নিয়ে যেন কোনো মাথাব্যথা নেই। ধান, নদী, খাল সমৃদ্ধি কীর্তনখোলা নদীর তীরে এ অঞ্চলের মানুষের আশা-আকাক্ষার প্রতিফলন ঘটাতে ১৯৯৯ সালের ১২ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র উদ্বোধন করেন। বিশেষ করে দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময় আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র সংকেত শুনতে পারছে না গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা। ইউনিসেফ এর সহায়তায় পটুয়াখালী সদর, কলাপাড়া, বরগুনার আমতলীতে বিভিন্ন ক্লাবের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। বরিশাল বেতারের আয়োজনে প্রায় ২শ, কিশোর-কিশোরীদের শারীরিক-মানসিক বিকাশ সাধন, স্যানিটেশনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ওই সকল বিষয়ে বরিশাল বেতার নিয়মিত অনুষ্ঠান প্রচার করে আসছে। অথচ দক্ষিণাঞ্চল বিশেষ করে বরগুনার শ্রোতারা একেবারেই বরিশাল বেতারের সম্প্রচারিত অনুষ্ঠান শোনা থেকে বঞ্ছিত হচ্ছে।
বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক জানান, বেতারের ৩টি বিভাগ রয়েছে অনুষ্ঠান, বার্তা এবং প্রকৌশল। অনুষ্ঠান ও বার্তা দেখার দায়িত্ব আমার। সম্প্রচার এ কারিগরি সহায়তা কিংবা প্রেরণ করার দায়িত্ব প্রকৌশল বিভাগের। তবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা বেতারের অনুষ্ঠানমালা, আবহাওয়া বার্তা, সমুদ্রের বিপদ সংকেত শুনতে পান না মর্মে লিখিত অভিযোগ দিয়ে যাচ্ছেন। বেতারে দায়িত্বরত প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ্বাস বলেন, যান্ত্রিক কিছু ত্রুটি রয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
(এমএইচ/পিবি/জুন ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test