E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পরিচয়পত্র নিয়ে বাশারের ‘ডিজিটাল ফমুর্লা’

২০১৪ মে ১৯ ১৬:৩১:০৫
জাতীয় পরিচয়পত্র নিয়ে বাশারের ‘ডিজিটাল ফমুর্লা’

স্টাফ রিপোর্টার : তিন ধাপে পরিচয়পত্র তৈরির মাধ্যমে তথ্য সংরক্ষণ ও জালিয়াতি রোধের ‘ডিজিটাল ফমুর্লা’ উদ্ভাবন করেছেন কুমিল্লার খায়রুল বাশার।

পরিচয়পত্রের এ তিন ধাপ হচ্ছে- শিশু পরিচয়পত্র, কিশোর পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র। এ ফমুর্লার ফলে জালিয়াতি, অর্থের অপচয় ও তথ্য গোপন রোধ হবে। পাশাপাশি একজন নাগরিকের সঠিক তথ্য উপাত্ত সহজে জানা যাবে।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাশার তার ফমূর্লা প্রকাশ করেন। বাশার কুমিল্লার বরুড়ার আমড়াতলী ছোট ভাতুয়া গ্রামের মৃত আবদুল মান্নান মাস্টারের ছেলে।

তিনি পেশায় একজন ইলেকট্টনিক্স ব্যবসায়ী। দীর্ঘ ২৬ বছর সাধনার পর তিনি এ ফমুর্লা উদ্ভাবন করেছেন বলে দাবি করেন।

বাশার বলেন, সরকার অনেক বছর ধরে কোটি কোটি টাকা ব্যয়ে নির্ভুল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ করে যাচ্ছেন। অথচ নীতিগত ক্রটির জন্য সঠিক তথ্য সংরক্ষণ ও ব্যবহার করতে পারছে না।

তিনি বলেন, ১৮ বছর বয়সের নাগরিকদের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র দিচ্ছে সরকার। এদের তথ্যেও ব্যাপক গরমিল। কিন্তু ১৮ বছরের আগের কোনো ব্যক্তির তথ্য সরকারের কাছে নেই।

এতে একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, বিদ্যালয় সনদে কোনটাতে মিল নেই। এর ফলে সরকারের নেওয়া প্রকল্প আলোর মুখ দেখছে না।

বাশার বলেন, টাকার বিনিময়ে সব সনদ ও তথ্য জালিয়াতি করা যায়। এসবের গরমিল থাকায় নাগরিকদের পুলিশি হয়রানিরও শিকার হতে হচ্ছে।

পরিচয়পত্র জালিয়াতি করে সিমকার্ড কেনার কারণে অপরাধের পরিমাণ বাড়ছে। বাড়ছে নারী ও শিশু পাচার। প্রতিটি নাগরিকের তথ্য সংরক্ষণ থাকলে যানবাহনে দুর্ঘটনা পরবর্তী ব্যক্তির পরিচয় শনাক্ত সহজ হবে।

ফমুর্লা প্রথম ধাপ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে শিশু জন্মের পর ‘টিকা কার্ড’ ও পরে ‘জন্ম নিবন্ধন’ সনদপত্র দেওয়া হয়।

এতে টিকা কার্ড ও জন্ম নিবন্ধনে নাম, বয়স ও ঠিকানায় গরমিল থাকে। টিকা কার্ডের পরিবর্তে ‘শিশু পরিচয়পত্র’ দেওয়া যায়। যা দিয়ে টিকা, বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিসহ সব কাজ করা যাবে। কোড যুক্ত শিশু পরিচয়পত্র বিধি মোতাবেক কিশোর নিবন্ধন পর্যন্ত ব্যবহার করা যাবে।

দ্বিতীয় ধাপে বিধি মোতাবেক উপজেলা নির্বাচন অফিসে ছবি ও আঙ্গুলের ছাপ এবং শিশু পরিচয়পত্র জমা নিয়ে কিশোর পরিচয়পত্র দেওয়া যেতে পারে।

শিশু ও কিশোর পরিচয়পত্রের তথ্য নিবার্চন কমিশন, পুলিশ স্টেশনসহ সব ডেটাবেজ এক্স-টু-টু ভিত্তিক সংরক্ষিত থাকবে।

তৃতীঢ ধাপে ১৮বছর পূর্ণ হলে উপজেলা নিবার্চন কমিশন অফিসে পুনরায় ছবি, আঙ্গুলের ছাপ ও কিশোর পরিচয়পত্র জমা দিলে জাতীয় পরিচয়পত্র দেওয়া যেতে পারে।

বাশার তার উদ্ভাবিত ফমুর্লা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শতভাগ জালিয়াতি রোধ হবে বলে আশা করেন।

তিনি বলেন, তিন ধাপে পরিচয়পত্রের মাধ্যমে একজন ব্যক্তির নির্ভুল তথ্য ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায় সংরক্ষিত থাকবে। এতে ভোটার তালিকা হালনাগাদের নামে প্রতিবছর কোটি কোটি টাকা অপচয় হবে না।

পরিচয়পত্রের এ ফমুর্লা বাস্তবায়নে তিনি সরকার ও নিবার্চন কমিশনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকার ও নিবার্চন কমিশন চাইলে আমার উদ্ভাবিত ফমূর্লা দিয়ে দিব।

এর ফলে দেশ এক ধাপ এগিয়ে যাবে বলে দাবি করেন তিনি। খায়রুল বাশারের সঙ্গে যোগাযোগ-০১৮২১৯৩৩৭২২।

(ওএস/এটিআর/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test