E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরপর তিন মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত, বিদেশ গেলেন মায়া

২০১৪ মে ১৯ ১৬:৫০:৪৮
পরপর তিন মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত, বিদেশ গেলেন মায়া

স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ফের মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত ছিলেন। সোমবার তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে দেশত্যাগ করেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ নিয়ে পর পর তিনটি মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত থাকলেন মায়া। নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনার সঙ্গে মায়ার পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকে তিনি মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত থাকছেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বর্তমান সরকারের ১৬তম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ের সময় মায়ার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বিদেশ যাওয়ার জন্য মায়া সাহেব বৈঠকে আসতে পারবেন না বলে জানিয়েছেন।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে কত দিন অনুপস্থিত থাকলে মন্ত্রিত্ব থাকবে না, এ বিষয়ে আইনে কিছু বলা নেই।

মায়ার বিদেশ সফর সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান জানান, মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার ওপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সোমবার দুপুর ১২টায় থাইল্যান্ড গেছেন। তিনি ২২ মে দেশে ফিরবেন।

(ওএস/এটিআর/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test